শিরোনাম:
ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা,রাজশাহী,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও।

Bojrokontho
মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » বিশেষ » ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক!
প্রথম পাতা » বিশেষ » ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক!
১৮ বার পঠিত
মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক!

ডেস্ক নিউজ:::
ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক!
বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং গণতান্ত্রিক উত্তরণের পথ নিয়ে গভীর উদ্বেগ ও আশাবাদ ব্যক্ত করে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে এক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা এই সংকটকালে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে মনোযোগী হতে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

ব্রিটে‌নের বাংলা গণমাধ্যমকর্মীদের প্রতি‌নি‌ধিত্বশীল সংগঠন ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে সোমবার (২০ অক্টোবর) ব্রিটিশ পার্লামেন্টে এই গুরুত্বপূর্ণ আলোচনার আয়োজন করা হয়।

হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে মূল ফোকাস ছিল, “বাংলাদেশের ভবিষ্যৎ—কী ভাবে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর করা যায়?” বক্তারা একমত হন যে, অভ্যুত্থানের পর যে নৈতিক শক্তি নিয়ে ক্ষমতা এসেছিল, তার প্রথম কাজ হলো একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা।

আলোচনায় উঠে আসে, নির্বাচন পিছিয়ে দেওয়া বা গণতান্ত্রিক প্রস্তুতিতে ঘাটতি থাকলে জনগণের মধ্যে তৈরি হওয়া হতাশা আরও বড় রাজনৈতিক সংকটের জন্ম দিতে পারে।

সভাপতির বক্তব্যে ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দীন বলেন, বাংলাদেশের মানুষের প্রত‌্যাশা পূর‌নে সেই আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সরকার‌কে একটি রোডম্যাপ তৈরি করতে হবে, যাতে দ্রুতই গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়।

সভায় লেবার পার্টির জ্যেষ্ঠ এমপি রোশনারা আলী, রূপা হক এমপি তা‌দের বক্ত‌ব্যে বাংলাদে‌শের গনতন্ত্র ও সুশাষ‌নের উপর জোর দেন।

প্রেসক্লাব সভাপতি প্রবীন সাংবা‌দিক রেজা আহমদ ফয়সল চৌধুরী অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং বলেন, “গণমাধ্যম হিসেবে আমরা জনগণের কণ্ঠস্বর। বর্তমানে বাংলা‌দেশে তত্ত্বাবধায়ক সরকারের ব্যর্থতা ও সীমাবদ্ধতা র‌য়েছে। তা দ্রুত নিরসনের একমাত্র উপায় হলো সুষ্ঠ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করে জাতিকে একটি আশার আলো দেখানো।

কনজারভে‌টিভ পার্টির সা‌বেক এম‌পি ও মেয়র প্রার্থী ডা. আনেওয়ারা আলী বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে।

লেবার পার্টির পলিটিক্যাল অ্যাডভাইজার জাহিন আহমদ ব‌লেন, যুক্তরাজ্যের লেবার পার্টি গণতন্ত্র এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের পাশে আছে।

বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন হোসেন বলেন, সরকার সুষ্ঠু নির্বাচন আ‌য়ে‌াজ‌নে কাজ করছে।

সভায় ইউকে বাংলা প্রেস ক্লাবের সি‌নিওর সহ সভাপতি মুন‌জের আহমদ চৌধুরী ব‌লেন, বাংলা‌দে‌শে স্বৈরাচা‌রের গণঅভ‌্যত্থা‌নের মাধ‌্যমে পত‌নের পর এক বছ‌রের বেশি সময় পে‌রি‌য়ে গে‌ছে।
বাংলা‌দে‌শের বেশিরভাগ মানুষ ড. ইউনুস‌ দেশের অর্থবহ ইতিবাচক প‌রিবর্তনের জন‌্য কিছু কর‌তে পার‌বে সেই আশা করে‌ছিল। কিন্তু বাস্তবতা হ‌লো কিছু কাগ‌জে সই করা ছাড়া সেই কাঙ্খিত অর্থবহ ইতিবাচক প‌‌রিবর্তনের কোন লক্ষন আমরা দেখতে পা‌চ্ছি না। ড. ইউনুসকে নিয়ে জনমানু‌ষের যে প্রত‌্যাশা ছিল তা পুরন হয়‌নি। তি‌নি নি‌জের জন‌্য ক্রেষ্ট পুরস্কার সংগ্রহের জন‌্য দে‌শে দে‌শে ঘু‌রে বেড়া‌চ্ছেন। প্রায় দু দশক প‌রে এক‌টি সুষ্ঠ অবাধ নির‌পেক্ষ নির্বাচন আ‌য়োজ‌নের যে ধর‌নের প্রস্তু‌তি দরকার তার খুব ভা‌লো প্রস্তু‌তি আমরা দেখ‌ছি না। মা‌ঠে থাকা দলগু‌লো শুধুমাত্র যে‌কোন ভা‌বে হোক ক্ষমতায় যাবার লড়াই কর‌ছে। সরকার ক্ষমতা‌কে প্রল‌ম্বিত কর‌তে চাই‌ছে।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলা‌দে‌শে সা‌বেক রাষ্ট্রপ‌তির উপ‌দেষ্টা মোখ‌লেছুর রহমান চৌধুরী, প্রবীন কমিউনিটি নেতা শাহগীর বখত ফারুক, লেবার পার্টির পলিটিক্যাল অ্যাডভাইজার জাহিন আহমদ, ব্যারিস্টার রেজা চৌধুরী, বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন, ইউকে বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুনজের আহমদ চৌধুরী, সহ-সভাপতি ফখরুল ইসলাম, সেক্রেটারি আরিফ আল মাহফুজ, সাবেক সেক্রেটারি সাইদুল ইসলাম, ট্রেজারার মাহবুবুল করীম সুয়েদ, সাংগঠ‌নিক সম্পাদক এস এম সামসুর রহমান সু‌মেল,সাংবা‌দিক আ‌নোয়ারুল ইসলাম অ‌ভি, প্রেসক্লা‌বের যুগ্ম সাধ‌ারন সম্পাদক তানভীর আহমেদ, জা‌হেদ আহমদ,আব্দুল বাসিত চৌধুরী, ব‌্যবসায়ী নিশাদ দস্তগীর, আক্তার হোসেন টুটুল,ব‌্যা‌রিষ্টার মিজানুর রহমান,সাংবা‌দিক এমদাদ‌ুল হক প্রমুখ।

আলোচনাটি শেষ হয় এই ঐকমত্যের মধ্য দিয়ে যে, বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে দ্রুত, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই।



বিষয়: #  #  #  #  #  #  #  #


--- ---

বিশেষ এর আরও খবর

ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
সিলেট-২: নিখোঁজ নেতার ত্যাগের প্রতীক, তাহসিনা রুশদীর লুনা সেই ত্যাগের উত্তরসূরি সিলেট-২: নিখোঁজ নেতার ত্যাগের প্রতীক, তাহসিনা রুশদীর লুনা সেই ত্যাগের উত্তরসূরি
যুক্তরাজ্যে জননেতা সুলতান মাহমুদ শরীফের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে জননেতা সুলতান মাহমুদ শরীফের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
ভোরের দর্পণের সাহিত্য পাতায় আমার একটি বই আলোচনা প্রকাশ পায়, আপন্রাা দেখতে পারেন ’রূপসী ওয়েলসের কোলে ছোট্ট এক বাংলাদেশ”। ভোরের দর্পণের সাহিত্য পাতায় আমার একটি বই আলোচনা প্রকাশ পায়, আপন্রাা দেখতে পারেন ’রূপসী ওয়েলসের কোলে ছোট্ট এক বাংলাদেশ”।
শিক্ষাসংস্কারে চাই সুস্পষ্ট লক্ষ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা শিক্ষাসংস্কারে চাই সুস্পষ্ট লক্ষ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা
সঙ্গীত চৰ্চা ও ধর্ম শিক্ষা: তর্ক-বিতর্কের জায়গাটি কোথায়? সঙ্গীত চৰ্চা ও ধর্ম শিক্ষা: তর্ক-বিতর্কের জায়গাটি কোথায়?
স্থানীয় থেকে  জাতীয় সর্বত্র  অস্থিতিশীলতা বহুমুখী সংকটে  ব্রিটিশ লেবার পার্টি স্থানীয় থেকে জাতীয় সর্বত্র অস্থিতিশীলতা বহুমুখী সংকটে ব্রিটিশ লেবার পার্টি
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ  ও পাঠাগার আন্দোলনের পথিকৃত ভাষা সৈনিক মুহম্মদ  নুরুল হক কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ও পাঠাগার আন্দোলনের পথিকৃত ভাষা সৈনিক মুহম্মদ নুরুল হক
ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা ক্যাম্পাসে ইয়াং লার্নার ইংলিশ লার্নিং সেন্টার-এর নতুন শাখা চালু করল ব্রিটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা ক্যাম্পাসে ইয়াং লার্নার ইংলিশ লার্নিং সেন্টার-এর নতুন শাখা চালু করল ব্রিটিশ কাউন্সিল

আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- ---
লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত শুনানি শুরু
আওয়ামী লীগের কার্যক্রম বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: রিজভী
সালমান শাহ হত্যার ২৯ বছর পর মামলা, স্ত্রী সামিরাসহ আসামি ১১
বর্ষা-মাহির ২৩ দিনের পরিকল্পনায় জুবায়েদকে হত্যা: পুলিশ
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি ও চার বাম দল
জুলাই সনদের দিকনির্দেশনা বাংলাদেশকে পরিচালনা করবে : আলী রীয়াজ
শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
নির্বাচন কীভাবে করবেন তা নিয়ে নিজেরা বসুন, রাজনৈতিক নেতাদের ড. ইউনূস
দুই জেলায় ঝড়বৃষ্টির আভাস