রবিবার ● ১২ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » তাদের কলিজা ছিড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
তাদের কলিজা ছিড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
বজ্রকণ্ঠ ::
পথসভা চলা কালে বিদ্যুৎ চলে যাওয়ায় রাজনৈতিক দেউলিয়াদের দেখে নেয়ার হুঁমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, তাদের কলিজা কতো বড় হইছে। কলিজা ছিড়ে রাস্তায় ফেলে রাখব।
শনিবার (১১ অক্টোবর) রাতে দুর্নীতি চাঁদাবাজ বিরোধী মোটরসাইকেল লংমার্চ শেষে পঞ্চগড়ের শেরে বাংলাপার্ক মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে আয়োজিত সমাপনী পথসভায় সারজিস আলম বক্তব্য রাখার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এসময় তিনি বলেন একবার নয় দুই বার নয় এবার নিয়ে তিনবার এনসিপির অনুষ্ঠান চলা কালে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
এসময় তিনি বলেন নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে এনসিপির প্রোগ্রামের সময় এটা হয় কেন? একদিন হয়তো দুইদিন কিছু বলতাম না কিন্তু আজ নিয়ে তিনদিনই এটা হইছে। যারা এই কাজ করেছে মূলত রাজনৈতিক দেউলিয়াদেরকে আমরা দেখে নেবো। তাদের কলিজা কতো বড় হইছে। কলিজা ছিড়ে রাস্তায় ফেলে রাখবো। এরপর দেখবো পঞ্চগড়ের নেসকোর দায়িত্বে কে আছে। আমরা মনে করি আপনারা রাজনৈতিক দেউলিয়া। আপনারা রাজনৈতিক চাটুকার। আপনারা একেকজন রাজনৈতিক তোষামোদকারী পা চাটা। এই জন্য এনসিপির প্রোগ্রামের সময় প্রত্যেকবার এইটা হয়। আমি সারজিস আলম এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি এরপর থেকে যদি কোন প্রতিষ্ঠান পঞ্চগড়ে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরন করে ওই প্রতিষ্ঠান এই পঞ্চগড়ে থাকবেনা। এটা আমার নিজের কমিটমেন্ট ।
উল্লেখ্য মোটরসাইকেলে প্রায় দুই সহস্রাধিক আরোহী নিয়ে এই লংমার্চ জেলার পাঁচ উপজেলা প্রদক্ষিণ করে। বিভিন্ন স্থানে পথসভা করার পর সমাপনী পথসভা আয়োজন করা হয় জেলা শহরে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে। এজন্য ব্যপক প্রস্তুতি নেয় এনসিপি। শহরের বিভিন্ন স্থানে মাইক লাগানো হয়। রাতে পথসভায় সারজিস আলম বক্তব্য শুরু করলে কয়েক মিনিটের মাথায় বিদ্যুৎ চলে যায়।
বিষয়: #কলিজা #ছিড়ে #ফেলে #রাখব #রাস্তায় #সারজিস




নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত: প্রধান উপদেষ্টা
মোংলায় অপহরণের শিকার এক নারী উদ্ধার, অপহরণকারী আটক
সুনামগঞ্জে সুমি চৌধুরী হত্যা মামলায় ফেঁসে গেলেন সাংবাদিক কুলেন্দু শেখর দাস
রাণীনগর- আদমদীঘি সীমান্ত রেখায় জঙ্গলের পাশে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ১৯ ডাকাত আটক
ছাতকে নাশকতা ও বিভিন্ন মামলায় আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার
টেকনাফে যৌথ অভিযানে উদ্ধার করা ১৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
সুন্দরবন থেকে ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ ব্যবসায়ী আটক
কোস্টগার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদসহ কারবারি আটক
কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে ৫ মানব পাচারকারী আটক, নারী ও শিশুসহ উদ্ধার ২০
