শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা,রাজশাহী,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও।

Bojrokontho
বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » শিক্ষার্থীদের মধ্যে আলোকিত ভবিষ্যতের স্বপ্ন দেখলেন জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া
প্রথম পাতা » প্রধান সংবাদ » শিক্ষার্থীদের মধ্যে আলোকিত ভবিষ্যতের স্বপ্ন দেখলেন জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া
১৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষার্থীদের মধ্যে আলোকিত ভবিষ্যতের স্বপ্ন দেখলেন জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
শিক্ষার্থীদের মধ্যে আলোকিত ভবিষ্যতের স্বপ্ন দেখলেনজেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া
ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের নয়া মৈশাপুর গ্রামে অবস্থিত আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান ‘কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমী’-তে
গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।.সভায় সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি কয়েস উদ্দিন, আর সঞ্চালনা করেন প্রধান শিক্ষক রাজন মিয়া।
প্রধান অতিথি ড. ইলিয়াস মিয়া একাডেমির শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের মেধা দেখে সন্তোষ প্রকাশ করে বলেন—

এই একাডেমির শিক্ষার্থীদের চোখে আমি স্বপ্ন দেখেছি। তাদের ভেতরে ভবিষ্যতের আলোকিত বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পেয়েছি। অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই— শিক্ষার মানোন্নয়নে তাদের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও বলেন,
“এলাকায় শিক্ষা বিস্তারে এই ধরনের প্রতিষ্ঠান গঠন এক ঐতিহাসিক উদ্যোগ। প্রত্যেক শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সকলের একযোগে কাজ করা উচিত।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরিকুল ইসলাম। তিনি বলেন,“শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমির মতো উদ্যোগ যদি আরও ছড়িয়ে পড়ে, তবে ছাতক হবে একটি আলোকিত জনপদ।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—কাজী মকসুদ মিয়া, সাবেক কাউন্সিলর, মিশিগান সিটি (যুক্তরাষ্ট্র);প্রধান শিক্ষক রাজন মিয়া সদরুল আমিন সোহান (যুক্তরাজ্য প্রবাসী);নানু মিয়া (যুক্তরাজ্য প্রবাসী);মনজুরুল করিম তুহিন (আমেরিকা প্রবাসী);কাজী মহসিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, খুরমা উত্তর ইউপি;নুরুল হুদা ফয়সাল (ইতালি প্রবাসী);ড. আফসার উদ্দিন, শিক্ষানুরাগী এছাড়াও

উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ— ইব্রাহিম আলী রাসেল, জামাল উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, সাজ্জাদ মিয়া, আলতাব আলী, ফয়েজ আহমদ, ইসলাম উদ্দীন, আজিজ মিয়া ও ফখরুদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন— দেশের বাইরে অবস্থান করেও প্রবাসীরা বাংলাদেশের শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমী তারই উজ্জ্বল দৃষ্টান্ত, যা প্রবাসীদের আন্তরিক সহযোগিতায় গড়ে উঠেছে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে।

শিক্ষার্থীদের শুধু পুঁথিগত জ্ঞানে নয়, নৈতিকতা, প্রযুক্তি ও আধুনিক দক্ষতায়ও গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য— একাডেমিকে এলাকার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে হ‌বে।। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।
এই পরিদর্শন ও আলোচনা সভাকে ঘিরে পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ, যা ভবিষ্যতে কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমী-কে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।অনুষ্ঠানের শেষ পর্বে একাডেমির শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও কবিতা আবৃত্তি উপস্থাপন করে, যা অতিথিদের হৃদয় ছুঁয়ে যায়।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #


--- ---

আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- ---
হামজার ফ্রি-কিকে বাংলাদেশের লিড
মা ইলিশ রক্ষায় মোংলা ও সুন্দরবনের নদ-নদীতে কোস্টগার্ডের অভিযান
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২
শিক্ষার্থীদের মধ্যে আলোকিত ভবিষ্যতের স্বপ্ন দেখলেন জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া
সোনামসজিদে গোডাউন থেকে ১৪২ বস্তা চাল চুরি, আটক ২
শিবগঞ্জে জেলেদের মধ্যে চাউল বিতরণ
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের বিশেষে অভিযানে সাজা-প্রাপ্ত আসামিসহ গ্রেফতার-২
হাতিয়া পৌরসভা আ.লীগের সভাপতি গ্রেপ্তার, আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ
রাণীনগরে এমপলসহ মাদককারবারী আটক