

বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২
মো:-আরিফুর রহমান মানিক, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ১ জন ও সিআর ওয়ারেন্টভুক্ত ১ জনসহ মোট ২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৯ অক্টোবর ২০২৫) সকালে অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান-এর নির্দেশনায় এসআই গোলাম সারোয়ার, এসআই রোমেন মিয়া, এএসআই সাহাব উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ছাতক থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে প্রথমে অত্র থানার মামলা নং- ১১(১০)২০২৫ এর নিয়মিত মামলার আসামী সুজন মিয়া (৩২), পিতা সাজুর রহমান, সাং টেংগারগাঁও, ছাতক পৌরসভা, থানা ছাতক, জেলা সুনামগঞ্জ কে গ্রেফতার করা হয়।
পরে পৃথক অভিযানে সিআর-৫৬৮/২৪ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আনফর রাজা (৩৮), পিতা কুলবুর রাজা, সাং বড়গল্লা, থানা ছাতক, জেলা সুনামগঞ্জ কে গ্রেফতার করে পুলিশ।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান বলেন, “অপরাধীদের কোনো ছাড় নয়। আইনশৃঙ্খলা রক্ষায় ছাতক থানা সর্বদা বদ্ধপরিকর। সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিষয়: #অভিযান #আরিফুর #গ্রেফতার #ছাতক #থানা #পুলিশ #বিশেষ #মানিক #রহমান

