

বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোংলায় ৮৮৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
মোংলায় ৮৮৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
মনির হোসেন, মোংলা
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮৮৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ।
আটক মাদক ব্যবসায়ীর নাম শফিকুল হাওলাদার (২৭)। তিনি মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজের বালুর মাঠ এলাকার ইউনুস হাওলাদারের ছেলে।
৭ অক্টোবর মঙ্গলবার সকালে এতথ্য নিশ্চিত করেন মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান।
তিনি বলেন, গােপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পৌরসভার ৪ নং ওয়ার্ডের শিল্পাঞ্চল এলাকার দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরির প্রধান গেটের সামনে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের একটি দলের সমন্বয়ে চালানাে ওই অভিযানে শফিকুল হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে কৌশলে গ্রেফতার করা হয় । এসময় তার শরীর তল্লাশি করে তার কাছ থেকে ৮৮৬ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৬৬ হাজার টাকা বলে ধারণা করা হয়।
ইয়াবার এই চালানের সাথে একটি বড় চক্র জড়িত থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হয়। এই চক্রের একজনকে হাতেনাতে গ্রেফতার করা হলেও অন্যান্য সদস্যদের ব্যাপারে পুলিশের পক্ষ থেকে খোঁজ নেয়া হচ্ছে।
আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, বাগেরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামান স্যারের নির্দেশনায় ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে মোংলা থানা পুলিশ।

