সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » আত্রাইয়ে লোকালয়ে হুনুমান উৎসুক জনতার ভীড়
আত্রাইয়ে লোকালয়ে হুনুমান উৎসুক জনতার ভীড়
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) :
![]()
নওগাঁর আত্রাইয়ে লোকালয়ে হুনুমান। উৎসুক জনতার ভীড়। সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে এ হুনুমানটিকে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি দলছুট হুনুমান বিভিন্ন জায়গায় অবস্থান করতে দেখা যায়। এ সংবাদ ছড়িয়ে পড়লে হুনমানটিকে দেখার জন্য উৎসুক জনতার ভীড় জমে।
পরে বেলা বাড়ার সাথে সাথে হুনমানটি পূর্ব এলাকার দিকে চলে যায়। এদিকে দীর্ঘদিন পর লোকালয়ে হুনমান দেখতে পেয়ে জনগণের মাঝে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়। হুনমানটি যে এলাকায় যাচ্ছে সেখানেই উৎসুক জনতার ভীড় জমছে বলে স্থানীয়রা জানিয়েছে।
আত্রাই ইউএনও’র গাড়ি চালক আব্দুল মালেক বলেন, আমাদের এলাকায় দীর্ঘদিন পর এমন একটি হুনমান লোকালয়ে আসায় অনেকেই তাকে দেখতে আসছে। তাদের সাথে আমিও দেখতে এসেছি।
আত্রাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ বলেন, এগুলো বন্যপ্রাণী, এক সাথে থাকতে থাকতে অনেক সময় দলছুট হয়ে লোকালয়ে চলে আসে। তবে আমাদের আত্রাইয়ে তাদের এমন বিচরণ নেই। অনুমান করা হচ্ছে এ হুনমানটি অন্য কোন এলাকা থেকে এসছে।
বিষয়: #আত্রাই #উৎসুক #জনতা #ভীড় #লোকালয় #হুনুমান




রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন শেখ হাসিনা
‘শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় সাজানো, ভিত্তিহীন এবং প্রহসনমূলক’
শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ড, মামুনের কারাদণ্ড
সুনামগঞ্জ-৫: বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ– উত্তপ্ত রাজনীতি, ভোগান্তিতে সাধারণ মানুষ
নির্বাচিত হলে সাধারণ মানুষকে নিরাপদে রাখবোঃ কলিম উদ্দিন আহমেদ মিলন
বিএনপি ক্ষমতায় গেলে মোংলা বন্দরকে আরো সমৃদ্ধ করা হবে
নতুন পোশাকে নেমেছে পুলিশ
মোহাম্মদপুরে গোপন কারখানা থেকে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি
জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট: প্রধান উপদেষ্টা
