শুক্রবার ● ২১ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জের আজমিরীগঞ্জ হাওরে বিদ্যুৎপৃষ্ট হয়ে বানিয়াচংয়ের কলেজ ছাত্রের মৃত্যু।।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ হাওরে বিদ্যুৎপৃষ্ট হয়ে বানিয়াচংয়ের কলেজ ছাত্রের মৃত্যু।।
আকিকুর রহমান রুমন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার একটি হাওরের মধ্যে বানিয়াচংয়ের এক কলেজ ছাত্র বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বরণ করার খবর পাওয়া গেছে।
নিহত কলেজ ছাত্র হলো বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আড়িয়া মুগুর গ্রামের জশদূর দাসের পুত্র সবুজ দাস(২০)।
২১জুন(শুক্রবার) সকাল আনুমানিক ১০টার দিকে বানিয়াচং আদর্শ বাজার নৌকাঘাট থেকে যাত্রী নিয়ে আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর বাজারে যাওয়ার মধ্যে পথে জিলুয়া চক বাজার নামক স্হানের হাওরের মধ্যে অসাবধানতা বসত সবুজ দাস নৌকার উপর থেকে বিদ্যুৎপৃষ্ট হয়ে পানিতে পড়ে যায়।
তাৎক্ষণিক নৌকার অন্যান্য লোকজন পানি থেকে সবুজ দাসকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক সবুজ দাসকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে এরিপোর্ট লেখা কালীন সময়ে লাশটি বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানাযায়।
নিহতের পরিবারের লোকজন তাদের সন্তানের পোস্ট মর্টেম না করিয়ে লাশটি নেওয়ার চেষ্টা করছিলেন বলেও খবর পাওয়া যায়।
এদিকে নিহত সবুজ দাসের পরিবার সূত্রে জানাযায়, আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর কলেজের এইচএসসির ১ম বর্ষে লেখাপড়া অধ্যায়নরত ছিলো।
সবুজের পরিবার তাদের নৌকা দিয়ে বানিয়াচং আদর্শ বাজার নৌকাঘাট থেকে আজমিরীগঞ্জের পাহাড়পুর বাজারে লাইনের যাত্রী পারাপার করতেন।
পরিবারের সহযোগীতার জন্য সবুজ দাস নৌকা নিয়ে যাত্রী পারাপার করতে গিয়েছিলো আজ।
বানিয়াচং আদর্শ বাজার নৌকাঘাট থেকে যাত্রী নিয়ে আজমিরীগঞ্জ পাহাড়পুরের উদ্যেশে নৌকাটি ছেড়ে ঝিলুয়া চকবাজার এলাকার হাওরের মধ্যে অসাবধানতার কারণে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রান হারায়। সবুজ দাসের মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়: #আজমিরীগঞ্জ #হাওর




ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি
তফসিলের পর আন্দোলন কঠোরভাবে দমন করা হবে: প্রেস সচিব
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত নবদম্পতি
কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক প্রতিবেদন
রাণীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ
একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজন তৈরি করতে চায়: ফখরুল ইসলাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি
প্রকৃতিনির্ভর বিনিয়োগ বাড়াতে হবে: রিজওয়ানা
চলতি সপ্তাহে তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
