

রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » নোয়াখালী » একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়ে সেনবাগের গৃহবধূর আলোড়ন সৃষ্টি
একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়ে সেনবাগের গৃহবধূর আলোড়ন সৃষ্টি
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) গাইনি বিভাগে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া মধ্যম পাড়ার কাতার প্রবাসী হানিফের স্ত্রী প্রিয়া। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢামেকের একটি ওয়ার্ডে এ ছয় নবজাতকের জন্ম হয়।
প্রসূতি প্রিয়ার কোলে এসেছে তিন ছেলে ও তিন মেয়ে। তবে সবার ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম। তিন নবজাতককে ঢামেক হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) এবং বাকি তিনজনকে একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়েছে।
ঢামেকের গাইনি বিভাগের ইউনিট-১ এর সহকারী অধ্যাপক ডা. আবিদা সুলতানা জানান, নবজাতকদের জন্ম হয়েছে মাত্র ২৭ সপ্তাহে, যা চিকিৎসা বিজ্ঞানে “ইনএবিটেবল অ্যাবরশন” হিসেবে পরিচিত। তিনি বলেন, “এত কম সময়ের মধ্যে জন্ম নেওয়া শিশুদের টিকে থাকা কঠিন। তবে আমরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি। ভাগ্য সহায় থাকলে তারা সুস্থভাবে বেঁচে থাকবে।”
তিনি আরও জানান, সদ্যজাত তিন শিশুর ওজন প্রায় ৮০০ গ্রাম এবং অন্য তিনজনের ওজন প্রায় ৯০০ গ্রাম। সাধারণত কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এমন বহুগর্ভধারণ হয় এবং সময়ের আগেই প্রসব ঘটে।
প্রসঙ্গত, এর আগেও ওই নারীর একটি সন্তান হয়েছিল, তবে সেটি প্রসবকালীন মারা যায়। বর্তমানে মা ও নবজাতকরা চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকদের মতে, পরিস্থিতি জটিল হলেও আপাতত সবাই স্থিতিশীল আছেন।
বিষয়: #একসঙ্গে #ছয় #জন্ম #সন্তান