বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » নবীগঞ্জ » ঢাকা-সিলেট মহাসড়কের সদরঘাট এলাকায় সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জের দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার।।
ঢাকা-সিলেট মহাসড়কের সদরঘাট এলাকায় সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জের দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার।।
আকিকুর রহমান রুমন:-
![]()
ঢাকা-সিলেট মহা সড়কের সদরঘাট এলাকায় সেনাবাহিনীর গভীর রাতের অভিযানে নবীগঞ্জের ২ মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে।
সেনাক্যাম্পের দায়িত্বরত (এএসএফ) গোয়েন্দা সূত্র জানান,গোপন সংবাদের ভিত্তিতে মেজর:সাদমান সাকিব সাদ
(বানিয়াচং উপজেলা পরিষদ ৬-এর বীর আর্মি ক্যাম্প)এর নেতৃত্বে গতকাল ২৫ আগষ্ট দিবাগত গভীর রাত ২৬আগষ্ট (মঙ্গলবার)পৌনে চারটা পর্যন্ত হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা নামক মরণ নেশা মাদক ও গাঁজা সহ দুই মাদকের ডিলার মোঃজমির ও মায়েদ মিয়া নামের ২জন ব্যবসায়ীকে ইয়াবা,গাঁজা ও অন্যান্য উপকরণ সহ গ্রেফতার করা হয়।
এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টেরপেয়ে আরেকজন ইয়াবা ডিলার পালিয়ে যায় বলেও জানান তিনি। দীর্ঘদিন ধরে তারা মাদকের ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করে আসছিলো।
গ্রেফতারকৃত দুই ব্যবসায়ী হলো উল্লেখিত ঠিকানার মৃত আব্দুল মজিদ মিয়ার পুত্র জমির(৪৫)ও সামাদ মিয়ার পুত্র মায়েদ(৪০)মিয়া।
এসময় তাদের কাছ থেকে ১০পিছ ইয়াবা ট্যাবলেট ও ৩৫০ গ্রাম গাঁজা,নগদ ৫৩ হাজার ৯শ টাকা,১টি কলকি ও ৪টি কেচি উদ্ধার করা হয়েছে।
পরে গ্রেফতারকৃতদেরকে রাতেই জব্দকৃত মালামাল সহ নবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
উল্লেখ্য,জেলার ৩টি উপজেলার দায়িত্বরত সেনাবাহিনী বানিয়াচং, আজমিরীগঞ্জ ও নবীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে বিগত কয়েক মাসে চিহ্নিত মাদক ব্যবসায়ীদেরকে মাদক সহ এবং অন্যান্য সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে নিজস্ব থানা পুলিশে সোপর্দ করে বিচার ব্যবস্হা করায় প্রশংসায় ভাসছেন সেনাবাহিনী৷ সচেতন মহলের দাবী তাদের এই বিশেষ অভিযান অব্যাহত রেখে গ্রেফতার এড়িয়ে ব্যবসা পরিচালনাকারী বাকি সকল তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোরদাবী জানিয়েছেন।
মুক্ত সমাজ গঠন ও মাদকমুক্ত দেশ গড়তে হলে সেনাবাহিনীর কোন বিকল্প নেই।
তাই সাধারণ জনগন থেকে শুরু করে সচেতন মহলের লোকজন পর্যন্ত সেনাবাহিনীর উপর সেই আস্থা রাখেন।
বিষয়: #এলাকা #ঢাকা #মহাসড়ক #সদরঘাট #সিলেট




নবীগঞ্জে অবৈধ এলপিজি গ্যাস মজুদ করার দ্বায়ে দুই ব্যবসায়ীকে ৪০হাজার টাকা জরিমানা
হবিগঞ্জের নবীগঞ্জ অবৈধ ভাবে মাটি কাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা
নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার
“নাশকতার ছক ফাঁস! আওয়ামী লীগ ও যুবলীগ সাবেক দুই নেতা পুলিশের হাতে আটক!
হবিগঞ্জের নবীগঞ্জে শিক্ষক লাঞ্ছিত ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি আইন শৃংখলা কমিটির বৈঠকে নিষ্পত্তি
নবীগঞ্জে জন সম্মূখে এক শিক্ষককে ক্ষমা চাওয়া ও স্টাম্পে মুছলেখার ঘটনা প্রকাশ করায় ১ সাংবাদিক সহ ৫ জনের বিরুদ্ধে মামলা
মব সৃষ্টি করে গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে লাঞ্চিত!
হবিগঞ্জের নবীগঞ্জে পূর্ব শত্রুর জের ধরে জুম্মার নামাজের সময় কুপিয়ে হত্যা! রাতেই ঘাতক রাসেল র্যাবের হাতে আটক
অবুঝ ১৫ মাসের শিশুকে প্রাণে হত্যার হামলা
