

শুক্রবার ● ২২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতক থানার বিশেষ অভিযানে ৩ জন আসামী গ্রেফতার
ছাতক থানার বিশেষ অভিযানে ৩ জন আসামী গ্রেফতার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খানের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই সাদেক, এসআই রেজাউল করিম, এসআই রাহিম মিয়া ও এএসআই সাইফুর রহমানসহ পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সিআর-২৫/২০২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সায়েদ মিয়া (৩৫), আহমদ মিয়া (৩২) ও ইমাদ মিয়া (৩০)—তিনজনকে গ্রেফতার করা হয়। তারা তিনজনই লেছু মিয়ার ছেলে এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার শ্রীকরপুর গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃতদের নিজ বাড়ি থেকে আটক করা হয় এবং যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
বিষয়: #অভিযান #আসামী #গ্রেফতার #ছাতক #জন #থানা #বিশেষ