শনিবার ● ৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোটালীপাড়ায় পানিতে ডুবে একদিনে ৩ জনের মৃত্যু
কোটালীপাড়ায় পানিতে ডুবে একদিনে ৩ জনের মৃত্যু
গোপালগঞ্জ ::
![]()
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একদিনে পানিতে ডুবে সজল বাড়ৈ (২০), অনুছোয়া বাড়ৈ (৭) ও ইসাহাক (৪) নামে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সজল ও অনুছোয়া আপন চাচাতো ভাইবোন।
শুক্রবার (৮ আগস্ট) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পূর্ব নৈয়ারবাড়ি ও হিরণ ইউনিয়নের দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।
সজল বাড়ৈ নৈয়ারবাড়ি গ্রামের পঙ্কস বাড়ৈর ছেলে ও অনুছোয়া একই গ্রামের শংকর বাড়ৈর মেয়ে। অপরদিকে ইসাহাক দক্ষিণ হিরণ গ্রামের এনায়েত হোসেন শেখের ছেলে।
কোটালীপাড়া থানার এসআই আল-আমিন বলেন, সজল বাড়ৈ দুপুরে তার চাচাতো বোনকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় সজল বাড়ৈর ঘাড়ে চড়ে অনুছোয়া সাঁতার কাটে। একটা সময় তারা পানিতে ডুবে যায়। এরপর পরিবারের লোকজন জাল টেনে পুকুর থেকে সজল ও অনুছোয়াকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। সজল বাড়ৈ হার্টের রোগী ছিল বলে তার পরিবার থেকে দাবি করেছেন।
অন্যদিকে খেলাধুলা করার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে দক্ষিণ হিরণ গ্রামে ইসাহাক নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
বিষয়: #একদিন #কোটালীপাড়া #জন #ডুবে #পানি #মৃত্যু




ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন
শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১২০
আন্দোলনরত সরকারী প্রাথমিক শিক্ষকদের প্রতি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জাসদের
৩০ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে: সালাহউদ্দিন
ফিলিপাইনে পর ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
সরকার নিজেই একটা অবস্থা তৈরি করছে যাতে নির্বাচন ব্যাহত হয়: মির্জা ফখরুল
ইন্দুরকানীতে স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেফতার
খুলনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১০
এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার
রাউজানে বিএনপির সভা থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ ৫
