

রবিবার ● ২০ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের শিশু মাহিদ ইসলামকে বাঁচাতে আর্থিক সহায়তার আহবাণ জানালেন জহুর আলী
সুনামগঞ্জের শিশু মাহিদ ইসলামকে বাঁচাতে আর্থিক সহায়তার আহবাণ জানালেন জহুর আলী
আল হেলাল,সুনামগঞ্জ :
সুনামগঞ্জ পৌরসভার হাছননগর ময়নার পয়েন্ট আবাসিক এলাকায় এক বছরের শিশু মাহিদ ইসলাম ও তার অসহায় পিতামাতার কান্না থামছেনা। জন্মের পর থেকেই হার্ট ছিদ্র হওয়ায় শিশুটি হার্টের সমস্যা নিয়ে মৃত্যূর সাথে পাঞ্জা লড়ছে। ইতিপূর্বে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হৃদরোগ (হার্ট) বিশেষজ্ঞ ডাঃ আজিজুর রহমান রোমান ও মাউন্ট এডোরা হাসপাতালের কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোহাম্মদ কামাল হোসেন অভি শিশুটিকে চিকিৎসা দিয়েছেন। কিন্তু তাকে পূর্ণ সুস্থ করে তুলতে হলে শিশুটির অপারেশন যেমন জরুরি প্রয়োজন তেমনি ৮ থেকে ১০ লাখ টাকার দরকার। অথচ অতিদরিদ্র পিতা মাছুম মিয়া ও মাতা তাহমিনা আক্তার অর্থের অভাবে শিশুটির চিকিৎসা করতে পারছেননা। শিশুটির সুচিকিৎসায় পিতা-মাতা হিসেবে তাদের বিকাশ ও নগদ এই ০১৭০৫-৯৫৫৮৯৫ নম্বরে স্বহৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহযোগিতা দেয়ার আবেদন জানিয়েছেন তারা। এক অনুরোধ বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জের এ ক্যাটাগরীর অতি গুরুতর আহত জুলাইযোদ্ধা মোঃ জহুর আলী, শিশু মাহিদ ইসলামকে বাঁচাতে শিশুটির পিতা-মাতার ০১৭০৫-৯৫৫৮৯৫ নং বিকাশ ও নগদ নাম্বারে নিশ্চিত হয়ে আর্থিক সহায়তা প্রদানের জন্য সমাজের সুহৃদ স্বজন ও বিত্তবান ব্যক্তিদের প্রতি উদাত্ত আহবাণ জানিয়েছেন।
বিষয়: #আলী #ইসলাম #জহুর #মাহিদ #শিশু #সুনামগঞ্জ