

বৃহস্পতিবার ● ১৯ জুন ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » জুন এর কাউন্সিল বাতিলের দাবীতে বিক্ষোভ
জুন এর কাউন্সিল বাতিলের দাবীতে বিক্ষোভ
জিতু তালুকদার, মৌলভীবাজার:
মৌলভীবাজার সদর উপজেলার অধীনস্থ ১২টি ইউনিয়ন ও আগামী ২২ জুন উপজেলা বিএনপির সম্মেলন বাতিলের দাবীতে ১৯ জুন (বৃহস্পতিবার) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির (একাংশের) উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। মিছিলটি মৌলভীবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন হইতে দুপুর ১২টায় শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কুসুমবাগ এলাকার এস আর প্লাজার সম্মখে গিয়ে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মুহিতুর রহমান হেলাল এর সভাপতিত্বে ও মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সদস্য ওয়াহিদুর রহমান জুনেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী, মাহবুব ইজদানী ইমরান, সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান খালিছুর রহমান, হুমায়ূন কবির, সাহাব উদ্দিন আহমদ, চুনু মিয়া, নাজিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক রাজা, সদর উপজেলা বিএনপির অন্যতম নেতা মহসিন আহমদ বাবলু, আব্দুল ওয়াহিদ, মনুমুখ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজু আহমদ, ১নং খলিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদ আহমদ, ২নং মনুমুখ ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান মেম্বার।
এ সময় বক্তারা বলেন, বিগত দিনের আন্দোলন সংগ্রামে ত্যাগী ও নির্যাতিত নেতা কর্মীদের বাহিরে রেখে ঘোষিত বিভিন্ন ইউনিয়ন কমিটি ও মৌলভীবাজার সদর উপজেলার বিএনপির একতরফা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অবিলম্বে বাতিল করে নিরপেক্ষ ও নির্যাতিত নেতৃবৃন্দকে অন্তভুক্ত ও সমন্বয় করে ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে আগামীতে নতুন করে কাউন্সিলের তারিখ ঘোষনার দাবী জানান। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
জিতু তালুকদার, মৌলভীবাজার, জেলা প্রতিনিধি ১৯ জুন ’২৫ইং, ০১৭১১-৫৭৪৪৮৬
বিষয়: #এর #কাউন্সিল #জুন #দাবী #বাতিল #বিক্ষোভ