শনিবার ● ২৪ মে ২০২৫
প্রথম পাতা » বিনোদন » হঠাৎ কেন আবেগী হয়ে পড়লেন শাকিব খান
হঠাৎ কেন আবেগী হয়ে পড়লেন শাকিব খান
বজ্রকণ্ঠ ডেস্ক::

ঢালিউডের সুপারস্টার শাকিব খান। প্রায় একাই টেনে নিয়ে যাচ্ছেন সিনেমা ইন্ডাস্ট্রি। দেখতে দেখতে তার ক্যারিয়ারের ২৬ বছর পূর্তি হলো। দীর্ঘ এই পথচলায় তিনি পেয়েছেন অভাবনীয় সাফল্য। সেই সাফল্যের পেছনে যেমন আছে তার শ্রম ও মেধার বিনিয়োগ তেমনি আছে ইন্ডাস্ট্রির প্রযোজক, পরিচালক, দর্শক-ভক্তদের ভালোবাসা।
সেইসব মানুষদের উদ্দেশে আবেগী বার্তা দিলেন শাকিব খান। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে তাকে সম্মাননাও প্রদান করা হয়। অনুষ্ঠানের কিছু ছবি পোস্ট করে তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ফেসবুক পেজে দেয়া বার্তায় তিনি ভালোবাসাবাসির কথা বলেছেন।
শাকিব পোস্টে লিখেছেন, ‘দর্শকদের ভালোবাসা নিয়ে ক্যারিয়ারের ২৬ বছর পার করেছি, ইনশাল্লাহ, এমন জাঁকজমক আয়োজনের মাধ্যমে ৫০ বছরও পূর্ণ করার ইচ্ছে আছে। হয়তো পৃথিবীময় আমার দেশের সিনেমা তখন ডমিনেট করবে।
আন্তরিক ধন্যবাদ জানাই আমার সমস্ত পরিচালক, প্রযোজক, সহকর্মী, টেকনিসিয়ানস কলাকুশলী ও সংবাদমাধ্যমের ভাই, বোন এবং বন্ধুদের। মেরিল প্রথম আলোকেও ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য।’
তিনি আরও লেখেন, ‘অনেক অনেক ভালোবাসা রইলো শাকিবিয়ানদের প্রতি, যাদের অনন্ত ভালোবাসায় আমি সিক্ত হয়ে আসছি ২৬ বছর ধরে। যাদের ভালোবাসা আমার মাথার তাজ হয়ে আছে, যাদের ভালোবাসাই আমার জীবনের অন্যতম প্রাপ্তি।
আপনারা যেমন আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের একইভাবে ভালোবাসি। আমাদের এই ভালোবাসা চলবে, সূর্য যতদিন জ্বলবে - এই ভালোবাসা, অনন্ত ভালোবাসা।’
বিষয়: #আবেগী #কেন #খান #পড়লেন #শাকিব #হঠাৎ #হয়ে




পুথির সাজে মুগ্ধতা ছড়ালেন মীম
মিস ইউনিভার্স হলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ
বৃদ্ধাকে কটাক্ষ করে ক্ষমা চাইলেন কঙ্গনা
‘অশ্লীল’ ভঙ্গিতে নেচে বিতর্কের মুখে মালাইকা-হানি সিং
পুত্রসন্তানের মা হলেন ক্যাটরিনা
প্রশ্ন করবেন না, সব বলে দেবো : পরীমণি
ভণ্ডামি থেকে মুক্তি চাই: আঁখি আলমগীর
গয়না চুরির অভিযোগে অভিনেত্রী গ্রেফতার
এবার হরর সিনেমায় যুক্ত হচ্ছেন অনীত
আনন্দ, বেদনা, ভালোবাসা নিয়েই আজকের জীবন: পরীমণি
