

শুক্রবার ● ২৩ মে ২০২৫
প্রথম পাতা » নবীগঞ্জ » নবীগঞ্জে ভাইয়ের কবর জিয়ারত করা হলো না হতবাগা আবুল কাছের
নবীগঞ্জে ভাইয়ের কবর জিয়ারত করা হলো না হতবাগা আবুল কাছের
নবীগঞ্জ প্রতিনিধি:-
নবীগঞ্জে সদ্যমৃত ভাইয়ের কবর জিয়ারকালে প্রতিপক্ষের লোকজন আবুল খাছকে দিনে দুপুর জিয়ারতরত অবস্থায় আক্রমন করে। এ সময় অপরাপর জিয়ারকারীদের সহযোগিতায় অল্পের জন্য প্রাণে বাচঁলেন আবুল খাছ! সন্তাসীদের বিরুদ্ধে থানায় ও আদালতে একাধিক মামলা থাকায় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার চেষ্টায় লিপ্ত আছে। প্রাণ ভয়ে ভীত আবুল খাছ পালিয়ে এসে নবীগঞ্জ থানার এস আই মামলার আয়ু সুমন মিয়াকে মোবাইল ফোনে অবহিত করলে তিনি এ বিষয়টি আদালতকে জানাতে বলেন।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্য জালালপুর গ্রামের মৃত রফাত উল্লার পুত্র আবুল খাছ গতকাল শুক্রবার (২৩ মে) তার মৃত বড় ভাইর কবর জিয়ারত করতে গোপনে গ্রামের কবরস্থানে জিয়ারত কালে প্রতিপক্ষের সন্তাসীরা তাকে মারতে দলবল নিয়ে এগিয়ে আসে। এবং তারা বলে তাদের বিরুদ্ধে থানায় ও আদালতে মামলা করার স্বাদ আজ তকে মিটিয়ে দেব বলে আক্রমণ করে। এ সময় গ্রামের উপস্থিত জিয়ারতরত লোকদের সহযোগিতায় পালিয়ে আসতে সক্ষম হয় আবুল কাছ।
উল্লেখ যে, একই গ্রামের আমার পাশ্ববর্তী বাড়ির আওয়মী সন্ত্রাসী আব্দুল হক, গেন্দু মিয়া ও এনাম মিয়া আজ আমাকে প্রানে হত্যার চেষ্টা করে।উপরোলেখিত সন্ত্রাসীসহ ৭/৮ জনের একদল সন্ত্রাসী গত ১১/০৪/২০২৫ ইং তারিখে আমার মা লন্ডন প্রবাসী জমিলা বেগম, খালা হনুফা বেগম সহ আমরা গ্রামের বাড়ীতে অসুস্থ বড় ভাই জীবিত থাকালিন ক্যান্সার আক্রান্ত আব্দুল কাইয়ুমকে দেখতে নিজ বাড়ীতে গিয়ে ভাইকে দেখে আসার সময় প্রতিমধ্যে আমাদের সিএনজি পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে বেধরক মারপিট করে নগদ টাকা, স্বনালংকার, মোবাইল সহ প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে আদালতে মামলা চলমাম ও বিভিন্ন মামলা থাকায় সন্ত্রাসীরা অসম্বব বেপোয়ারা হইয়া উটিছে। বতর্মানে সন্তাসীদের ভয়ে আত্নগোপনে মানবেতর জীবনযাপন করছে বলে জানায় আবুল কাছ। তাই আসামীদের বিরুদ্বে সংশ্লীষ্ট প্রসাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আকুল আবেদন জানায় ভুক্তভোগী অসহায় আবুল কাছ।
বিষয়: #আবুল #কবর #করা #কাছের #জিয়ারত #নবীগঞ্জ #ভাই #হতবাগা #হলো