

শনিবার ● ১৭ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরে একাধিক মামলার আসামি ফয়সাল গ্রেফতার
মাধবপুরে একাধিক মামলার আসামি ফয়সাল গ্রেফতার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে জোরপূর্বক প্রধান শিক্ষকের কাছে থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর নিতে গিয়ে শিক্ষককে লাঞ্ছিত করা, চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামি মোঃ ফয়সাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) দিবাগত-রাতে তেলিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ফয়সল মিয়া নিজেকে কখনো সাংবাদিক, কখনো রাজনৈতিক নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছিল।ফয়সল মিয়া শাহজাহানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের রোস্তম আলীর ছেলে।পুলিশ জানিয়েছে ফয়সল মিয়াকে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে গত পুর্ব বিরোধের জের ধরে গত ৭ মে সুরমা চা বাগানে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে কাঁঠালবাড়ি নামক স্থানে হবিগঞ্জ থেকে প্রকাশিত হবিগঞ্জের বাণী পত্রিকার প্রতিনিধি সোয়েব মিয়ার উপর সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা ফয়সল মিয়া ও তার সাথে থাকা অপর আসামীরা হামলা চালিয়ে প্রাণে হত্যার চেষ্টা করে।ধ্বস্তাধস্তি ও চিৎকার শুনে পথচারীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় সোয়েব মিয়ার ব্যবহৃত একটি মোবাইল ও পকেটে থাকা টাকাপয়সা ছিনিয়ে নেয় আসামীরা। এঘটনায় সোয়েব মিয়া বাদি হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। সাংবাদিক সোয়েব মিয়া জানান, পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফয়সল মিয়ার অপকর্ম নিয়ে লেখালেখির জেরে এ ঘটনা ঘটিয়েছে।
স্থাণীয় একাধিক সূত্র জানিয়েছে,গত ৪ ফেব্রুয়ারী শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিমের কাছ থেকে জোরপুর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর আনতে যায় ফয়সল মিয়া ও তার সাথের লোকজন।এসময় প্রধান শিক্ষক জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান।পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ করেন।এ ঘটনায় ফয়সল মিয়াকে প্রধান আসামী করে মামলা করেন প্রধান শিক্ষক রেজাউল করিমের ভাই।
মাধবপুর থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত চলমান রয়েছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়: #আসামি #একাধিক #গ্রেফতার #ফয়সাল #মাধবপুর #মামলার