

শনিবার ● ১০ মে ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » সাবেক ইউপি সদস্য ও নবীগঞ্জের বিশিষ্ট সমাজসেবী শাহ আশ্রব আলীর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক
সাবেক ইউপি সদস্য ও নবীগঞ্জের বিশিষ্ট সমাজসেবী শাহ আশ্রব আলীর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক
(মতিয়ার চৌধুরী, লন্ডন :::
সাবেক ইউপি সদস্য ও দীগলবাক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির বার বার নির্বাচিত সভাপতি, নবীগঞ্জের বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব শিক্ষানুরাগী, ও সমাজসেবী শাহ আশ্রব আলী (আসক আলী) আর নেই (ইন্না..লিল্লা…হি…রাজি..উন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ৯মে ২০২৫ শুক্রবার বাংলাদেশ রাত ৯টা ত্রিশ মিনিটে গ্রামের বাড়ী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীগলবাক (পশ্চিম পাড়া) গ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি গেল কয়কে বছর যাবত বার্ধ্ক্য জনিত নানাবিদ অসুখে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ পুত্র, চার কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামী ১০মে বাদ জোহর দীগলবাক স্থানীয় ঈগগাহে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হবে। শাহ আশ্রব আলী এলাকার প্রতিটি ভাল কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। এছাড়াও তিনি দীগলবাক সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং দীগলকবাক হাফিজিয়া মাদ্রসা পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেন। ১৯৬৮ সালে নবীগঞ্জ-বালাগঞ্জ ও জগন্নাথপুর এই তিনটি থানার বায়ান্নন মৌজার সমন্বয়ে গঠিত এলাকার আইন শৃঙ্খলার উন্নয়ন ও দুর্নিতি প্রতিরোধে গঠিত অধুনালুপ্ত পল্লী উন্নয়ন দুর্নিতি দমন কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারী পরবর্তিতে এই কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন । এই কমিটির মাধ্যমে এলাকার আইন শৃঙ্খলার বেশ উন্নতি সাধিত হয়। এই কমিটির চেয়ারম্যান ছিলেন আউশকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ সঞ্জব আলী। এলাকার প্রতিটি ভাল কাজে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। এই বাইরে তিনি ছিলেন একজন আমিন।
তাঁর মৃত্যুসংবাদ লন্ডনে এসে পৌঁছালে এখানেও এলাকা বাসীর মাঝে নেমে আসে শোকের ছায়। তাঁর প্রথম পুত্র যুক্তরাজ্য প্রবাসী শাহ মনসুর আলী নোমান একজন সাংবাদিক কলামিষ্ট ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্য। তিনি তাঁর পিতার রুহের মাগফেরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া চেয়েছেন।
এলাকার প্রবীণ মূরব্বী ও শালিসী ব্যক্তিত্ব শাহ আশ্রব আলীর মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন ইউকে বাংলা রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক-গবেষক মতিয়ার চৌধুরী, প্রবাসী বালুচর সোসাল এ্যাসোসিয়েশন ইউকের সভাপতি মিনহাজুর রহমান, নবীগঞ্জ উপজেলা ওয়েলফেলফেয়ার অর্গেনাজেশেনের সভাপতি আব্দুল হালিম চৌধুরী ও সেক্রেটারী আবু তালিম চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সাংবাদিক গীতিকার মুজিবুর রহমান, লেখক গবেষক শেখ আশরাফুজ্জামান, দীগলবাক শেখ বাড়ী কল্যাণ ট্রাষ্টের সেক্রেটারী শেখ শামীম আহমদ প্রমুখ। এক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিষয়: #চৌধুরী #মতিয়ার #লন্ডন