মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বীর মুক্তিযোদ্ধা শাহ মশাহিদ আলীকে সংবধনা দেওয়া হয়!!
বীর মুক্তিযোদ্ধা শাহ মশাহিদ আলীকে সংবধনা দেওয়া হয়!!
বাদল আহমেদ, হবিগঞ্জ ::

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা লন্ডন প্রবাসী শাহ মশাহিদ আলীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বজ্রকন্ঠ অনলাইন পত্রিকা প্রতিষ্ঠাতা ও সিইও সৈয়দ আখতারুজ্জামান মিজান এর আয়োজনে ইনাতগঞ্জ মোকামপাড়া গ্রামের নিজ বাড়িতে সোমবার (২ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সৈয়দ মিজানের সভাপতিত্বে প্রধান ও সংবর্ধিত ব্যাক্তির উপস্থিতিতে কুশিয়ারা সাহিত্য ফেরামের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলমগীর এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম, সাংবাদিক নো: ছাদিকুল ইসলাম, নিউ প্রেসক্লাবের আহবায়ক ক্বারী আব্দুল কাইয়ুম, সিনিয়র যুগ্ম আহবায়ক বুলবুল আহমেদ, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম নাহিদ, সদস্য সচিব বাদল আহমেদ সহ আরো বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধের সেক্টর কমান্ডার সিআর দত্তের অধিনে সিলেটের বিভিন্ন অঞ্চলে সম্মূখ যোদ্ধে যুদ্ধ করে যাদের মধ্যে অন্যতম ভূমিকা পালনকারী মশাহিদ আলী সে সিলেট তথ্যা হবিগঞ্জের এখন পর্যন্ত বেঁচে থাকা মশাহিদ আলী যেমন বৈষম্যের কারণে বাদ পড়া মুক্তিযোদ্ধা আপচুস করে বলেন, আমি তো সাধারণ এক মুক্তিযোদ্ধা বটে। মুক্তিযোদ্ধের কর্ণধার আমাদের আতাউল গনি ওসমানী না থাকলে হয় তো মুক্তিযোদ্ধটাই সংঘটিত হতো না। এই বীরের কোন স্মৃতি বা আত্মকথা স্বাধীনতার ৫২ বছরেও কোন সরকারই লিপিবন্ধ করেনি। আপসোস ওসমানীর নাম হারিয়ে ফেলার জন্য আমরা লজ্জিত। তিনি দেশের জন্য মুক্তিযোদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। যুদ্দের পর থেকে আজ অবদী তিনি সমাজ এবং সামাজিক উন্নয়নে কাজ করছেন এবং করবেন বলে তিনির বক্তব্য শেষ সমাপ্তি করেন। ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালায়ের প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, এই মুক্তিযোদ্ধাকে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে কয়েকবার সংবর্ধনা দিয়েছি। এবং উনাকে আসন্ন ছাত্র সমাজকে জানিয়ে দেয়ার জন্য বিদ্যালয়ের উপস্থিত থাকার অনুরোধ জানান। পরিশেষে বজ্রকন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সৈয়দ আখতারুজ্জামান মিজান তার বক্তব্যে অনুষ্ঠান সমাপ্তি করেন।
বিষয়: #আলী #দেওয়া #বীর #মশাহিদ #মুক্তিযোদ্ধা #শাহ #সংবধনা #হয়




শিবগঞ্জে পুকুর পাহারাদারকে হত্যা
বিএনপি নেতা ফজলুর রহমানকে তলব করেছেন ট্রাইব্যুনাল
সচিবালয়ের নতুন ভবনে আগুন, ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করল বিএনপি
মোংলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল ও পলিথিন জব্দ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দস্যু বাহিনীর দুই সহযোগি আটক
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৪১০
নাফিস সরাফাত ও তার স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
কারাগারে থুথু ফেলা নিয়ে দুই হাজতির মধ্যে সংঘর্ষ, নিহত ১
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ : চার বন্দরে ২ নম্বর সংকেত
