শিরোনাম:
ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা,রাজশাহী,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও।

Bojrokontho
বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোটাবিরোধী আন্দোলন - স্লোগানে উত্তাল শাহবাগ
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোটাবিরোধী আন্দোলন - স্লোগানে উত্তাল শাহবাগ
২৬৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোটাবিরোধী আন্দোলন - স্লোগানে উত্তাল শাহবাগ

বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:
কোটাবিরোধী আন্দোলন - স্লোগানে উত্তাল শাহবাগ - কোটা বাতিলের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ এলাকা। ছবি: সংগৃহীত
কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিকেল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। শাহবাগের মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করায় পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। অন্যদিকে কর্মসূচি শুরুর আগে থেকেই শাহবাগে বিপুল সংখ্যক পুলিশ সদস্য সতর্ক অবস্থায় ছিল।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল পাঁচটার দিকে শাহবাগে কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। যদিও সাড়ে তিনটার দিকে তাদের শাহবাগে অবস্থান নেয়ার কথা ছিলো।

রাতে দেখা গেছে, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগ এলাকা। এসময় শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগান দিতেও দেখা যায়। শাহবাগ-সংলগ্ন সড়কগুলোতেও যান চলাচল বন্ধ থাকতে দেখা যায়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাহবাগ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে, শিক্ষার্থীরা নানা স্লোগানের মাঝে আলোচিত ‘খেলা হবে’ স্লোগানে মুখরিত করে তোলেন গোটা শাহবাগ। কখনও শিক্ষার্থীরা মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে আবার কখনও তুমুল হাততালি আর স্লোগান দিয়ে গোটা এলাকা প্রকম্পিত করে রাখছে।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে কোটা সংস্কার চেয়ে নানা স্লোগান দিচ্ছেন। একইসঙ্গে বিভিন্ন দেশাত্মবোধক গান, কবিতা এবং কোটা নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করছেন। এসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানান আন্দোলনকারীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আরও কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হওয়ায় শাহবাগে অন্যদিনের চেয়েও বেশি আন্দোলনকারীর উপস্থিতি দেখা গেছে।

এর আগে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করেন। সেখানে মেট্রোরেলের নিচে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়মুখী পথে পুলিশ ব্যারিকেড দিলে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে ফেলেন। তবে সামনে না গিয়ে শিক্ষার্থীরা শাহবাগে ফিরে আসেন।

শিক্ষার্থীরা এক দফা দাবিতে আন্দোলন করছেন। তা হলো- সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা সংস্কার করা। সে ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য শিক্ষার্থীরা সর্বোচ্চ ৫ শতাংশ কোটার প্রস্তাব করেছেন।



বিষয়: #  #  #  #  #


--- ---

আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
নির্বাচন ফেব্রুয়ারিতেই, তফসিল ডিসেম্বরে: ইসি আনোয়ারুল
শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সিআইডি
সিলেটে বাসার ছাদে মিলল আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ
গণপিটুনিতে হত্যা চলছেই, বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও কারা হেফাজতে মৃত্যু
‘শাপলা কলি’ নয় ‘শাপলা’ চায় এনসিপি
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, শনাক্ত সহস্রাধিক
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৫৭০
নির্বাচনে প্রতি কেন্দ্রে থাকবে ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু