শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » আগাছানাশক ছিটিয়ে ধান নষ্ট করার অভিযোগ
আগাছানাশক ছিটিয়ে ধান নষ্ট করার অভিযোগ
বজ্রকণ্ঠ ::
![]()
নওগাঁর রাণীনগরে জমিতে আগাছানাশক ছিটিয়ে ধান নষ্টের অভিযোগ ওঠেছে। শুক্রবার রাতে কালীগ্রাম ইউনিয়নের হরিপুর গ্রামের মুক্তিযোদ্ধা কমল চন্দ্র মহন্তের ছেলে কানাই চন্দ্র মহন্তের জমিতে এই আগাছানাশক ছিটিয়ে ধানগুলো নষ্ট করে।
এঘটনায় শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জমির মালিক কানাই চন্দ্র মহন্ত জানান,গ্রামের দক্ষিণ পাশে সড়ক সংলগ্ন ১৫শতক জমিতে বিনা-১৭ জাতের ধান রোপন করেন। ইতি মধ্যে জমির ধানের শীষ বের হয়ে পাক ধরেছে। আগামী ১০/১৫দিনের মধ্যেই ধান কাটা যেতো। এরই মধ্যে শুক্রবার রাতে কে বা কাহারা আগাছানাশক ছিটিয়ে জমির সবগুলো ধান নষ্ট করেছে। শনিবার সকালে জমিতে গিয়ে এদৃশ্য দেখতে পান তিনি। কানাই আরো বলেন,জমির মালিকানা নিয়ে একই গ্রামের মৃত চিত্তরঞ্জন চন্দ্রের ছেলে চমক চন্দ্র ও তার মায়ের সাথে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জ্বের ধরে হয়তো তারাই আগাছানাশক ছিটিয়ে ধান বিনষ্ট করেছে।
চমক চন্দ্রের মা মুক্তি রাণী জানান,আমরা দীর্ঘ দিন ধরে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ছেলেকে নিয়ে বসবাস করি। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন,হরিপুর গ্রামে কানাইদের সাথে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব চললেও আমরা জমির ধান নষ্ট করিনি। হয়তো তারা নিজেরাই এটা করে আমাদের ঘারে দোস দিচ্ছে, অথবা অন্য কেউ এটা করতে পারে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,জমিতে আগাছানাশক ছিটিয়ে ধান নষ্টের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিষয়: #আগাছানাশক #ছিটিয়ে #ধান #নষ্ট




হবিগঞ্জের বানিয়াচংয়ে ইয়াবা ব্যবসায়ী মুসা চৌধুরীকে বিপুল পরিমাণ ইয়াবা সহ আটক করে সেনাবাহিনী।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে রাতের আঁধারে হাওরে হাত-পায়ের রগ কেটে মাহফুজ মিয়া নামের একজনকে হত্যার মুল হোতা মারুফ তালুকদারকে গ্রেফতার করে র্যাব।।
রামগতিতে ট্রলিং বোট ও জালসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড
শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
দৌলতপুরে ৪৭ বিজিবি জামালপুর বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে
সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
দৌলতপুরে ভাদালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আরিফার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
নরসিংদীতে ভূমিকম্পে নিহত বেড়ে ৪
সেনানিবাসে খালেদা জিয়া-প্রধান উপদেষ্টার একান্ত আলাপ
ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০
