

সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » খুলনা » দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষ বিএনপির পার্টি অফিস ভাঙচুর
দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষ বিএনপির পার্টি অফিস ভাঙচুর
দৌলতপুর প্রতিনিধি :
কুষ্টিয়া দৌলতপুরে ঝাউদিয়া বাজারে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ সংঘর্ষের পরে বিএনপির পার্টি অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে।
রবিবার বিকালে ঝাউদিয়া বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ১০ জনের অধিক ব্যক্তি আহত হয়েছে। আহতরা দৌলতপুর সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এদিকে রবিবার দিনগত রাতে ঝাউদিয়া বাজারে অবস্থিত বিএনপির পার্টি অফিস ভাংচুর হয়েছে।
এ বিষয়ে রিফায়েতপুর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল গনি বলেন, আমাদের এই অফিসটা প্রায় ২৫ বছর ধরে চলছে এবং আমরা রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার সমর্থক । হঠাৎ গত ২২ সেপ্টেম্বর রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার ছবি দিয়ে নতুন আরো একটি অফিস উদ্বোধন করেন সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজোলা বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম। আমাদের অফিসের পাশেই স্থানীয় বিএনপি নেতা ও কিছু আওয়ামীলীগের নেতা কর্মী নিয়ে নতুন অফিসটি উদ্বোধন করেন। হয়তো অতিথিরা জানেন না তারা আওয়ামীলীগ করেন। অফিস উদ্বোধনের পর থেকেই তারা আমাদের অফিসটা দখল নেওয়ার চেষ্টা করছে। আজ রাতে তারা পূর্ব পরিকল্পিত ভাবে টনি, রবিউল ইসলাম এর নেতৃত্বে অফিসটা ভাংচুর করে লুটপাট করেছে। এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামিম বলেন, এই অফিসটা আমার নেতৃত্বে চলে দির্ঘ ২০ থেকে ২৫ বছর, আজ ভাংচুর লুটপাট হলো । ৫ তারিখের আগে যারা আওয়ামীলীগের সাথে চলেছে। তার টাকাওয়ালা হওয়াতে উপজেলা বিএনপির নেতারা তাদেরকে আবার পুনরায় বিএনপিতে স্থান দিয়েছে। তারা আওয়ামী লীগের সাথে করে নিয়ে ৫ তারিখের পূর্বের বিএনপিদের কোণঠাসা করার চেষ্টা করছে। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিষয়টি তদন্ত করে বিচার দাবি করছি।তাছাড়া এমন ঘটনা ঘটতে থাকলে দৌলতপুর উপজেলা বিএনপির তার পূর্বের ঐতিহ্য হারাবে।
এ বিষয়ে টনি ও রবিউল ইসলাম বলেন, আমরা আওয়ামীলীগ করিনা আমরা রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার সমর্থক। এবং আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ সোলাইমান শেখ বলেন, এ বিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়: #অফিস #গ্রুপ #দুই #দৌলতপুর #পার্টি #বিএনপি #ভাঙচুর #সংঘর্ষ