

রবিবার ● ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নোয়াখালীতে মৃত শিশুর গলায় আঘাতের চিহ্ন, সৎ মা আটক
নোয়াখালীতে মৃত শিশুর গলায় আঘাতের চিহ্ন, সৎ মা আটক
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে সুমাইয়া আক্তার (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির সৎ মা শিউলি আক্তারকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
রোববার (১০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের নুরবক্স চাপরাশি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া সৌদি প্রবাসী ফয়সাল আহমদের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া তার সৎ মা শিউলির সঙ্গে চৌমুহনী পৌরসভার একটি ভাড়া বাসায় থাকতেন। শনিবার দুপুরে তুচ্ছ ঘটনার জেরে শিউলি তাকে মারধর করে, এরপর গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দেন। বিকেলে শিশুটিকে অচেতন অবস্থায় পেয়ে ডাক্তার ডাকা হয়। ডাক্তার এসে জানান, শিশুটি অনেক আগে মারা গেছে। পরে রাতেই সুমাইয়ার মরদেহ অ্যাম্বুলেন্সে করে দাফনের জন্য স্বামীর গ্রামের বাড়ি খানপুরে নিয়ে আসেন সৎ মা।
রবিবার সকালে মরদেহ গোসল করানোর সময় স্থানীয়রা শিশুটির গলা ও কানে আঘাতের চিহ্ন এবং এক কান দিয়ে রক্ত বের হতে দেখে ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেয়।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, “৯৯৯-এ সুমাইয়াকে সৎ মা হত্যা করেছে—এমন অভিযোগ পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি গলায় ও ডান কানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
বিষয়: #নোয়াখালী #মৃত #শিশু