

বুধবার ● ২১ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরে গৃহবধূর লাশ উদ্ধার
মাধবপুরে গৃহবধূর লাশ উদ্ধার
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে প্রিয়াঙ্কা সরকার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করছে পুলিশ।
বুধবার (২১ মে) বেলা ১১ টার দিকে মাধবপুর থানার এসআই মো: সাইদুর রহমান মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেন। সে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সুজিত সরকার এর স্ত্রী।
প্রিয়াঙ্কা সরকার এর মা প্রিয়ভাষী সরকার জানান, সকালে আমার মেয়ের দেবর আমাকে ফোন করে জানায় আমার মেয়ে খুবই অসুস্থ, তারাতাড়ি আসতে বলে। এসে দেখি মেয়ের এই অবস্থা। তার দশমাস বয়সের একটি সন্তান আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সোয়া আটটার দিকে প্রিয়াঙ্কা সরকার বিষ পান করেছে বলে পরিবারের লোকজন টের পেয়ে পরিবারের লোকজন তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষ পানে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ প্রকৃয়াধীন আছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।
বিষয়: #উদ্ধার #গৃহবধূর #মাধবপুর #লাশ