বুধবার ● ১৪ মে ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজে ১০ শতাংশ ছাড় দিলো গ্রামীণফোন
মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজে ১০ শতাংশ ছাড় দিলো গ্রামীণফোন
বজ্রকণ্ঠ ডেস্ক::

লিমিটলেস (মেয়াদবিহীন) ইন্টারনেট প্যাকেজগুলোতে বিভিন্ন আকর্ষণীয় ডিসকাউন্ট অফার চালু করেছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন।
গ্রাহকরা এখন থেকে নির্দিষ্ট লিমিটলেস ইন্টারনেট প্যাকেজে ১০ শতাংশ মূল্যছাড়ে উচ্চগতির, নিরবচ্ছিন্ন ইন্টারনেট উপভোগ করতে পারবেন। পাশাপাশি সবচেয়ে সাশ্রয়ী মূল্যে লিমিটলেস ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।
সোমবার (১২ মে) বিকেলে গ্রামীণফোনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৯৮ টাকার ১৫ এমবিপিএস পর্যন্ত স্পিডের মাসিক প্যাকেজটি ১০ শতাংশ ছাড়ের পর এখন ৮৯৯ টাকায় এবং ১০ এমবিপিএস পর্যন্ত স্পিডের মাসিক প্যাকটি ৮৯৯ টাকার পরিবর্তে ৮০৬ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা।
একইসঙ্গে সাপ্তাহিক ব্যবহারকারীরা ১০ শতাংশ ছাড়ের পর ১০ এমবিপিএস পর্যন্ত স্পিডের প্যাকটি ২৬৯ টাকার পরিবর্তে ২৪২ টাকায় উপভোগ করতে পারবেন।
অন্যদিকে দৈনিক ব্যবহারের ১৫ এমবিপিএস স্পিডের লিমিটলেস প্যাকের দাম এখন মাত্র ৭৮ টাকা আকর্ষণীয় ১৯ শতাংশ ছাড়ে, যা আগে ছিল ৯৬ টাকা।
নতুন ছাড়ের লিমিটলেস ইন্টারনেট প্যাকেগুলো মাইজিপি অ্যাপ, ইউএসএসডি কোড এবং দেশব্যাপী গ্রামীণফোনের রিটেল আউটলেটসহ সব কাস্টমার টাচপয়েন্টের মাধ্যমে কিনতে পারবেন গ্রাহকরা।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, গ্রাহকদের জন্য এ সুসংবাদ আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গ্রামীণফোন সবসময় গ্রাহকদের চাহিদার বিষয়টি মাথায় রেখে কার্যকরী উদ্ভাবন নিয়ে আসে, যা তাদের জীবনে নতুন মাত্রা যোগ করবে।
বিষয়: #ইন্টারনেট #গ্রামীণফোন #ছাড় #দিলো #প্যাকেজে #মেয়াদবিহীন #১০ শতাংশ




বাংলালিংকের মাইবিএল অ্যাপে গ্রাহকের হাতেই এখন ডিজিটাল নিয়ন্ত্রণ
আইএসপি সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে: টেলিযোগাযোগ মন্ত্রণালয়
অনারের ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ আলফা ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন
ব্যাচেলর পয়েন্টের স্পেশাল এপিসোডের অংশীদারিত্বে উন্মোচিত হয়েছে অপো এ৬ প্রো
প্রো ভার্সনসহ দীর্ঘ সময় পর বাজারে আসছে রিয়েলমি ১৫ সিরিজ
হিট, নেটওয়ার্ক ও ব্যাটারিতে শীর্ষ পারফরম্যান্সে বুয়েটের স্বীকৃতি পেলো অপো এ৬ প্রো
দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক
কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক
ইলেকট্রিক মোবিলিটির নতুন দিগন্ত নিয়ে এসেছে আপগ্রেডেড বিওয়াইডি অ্যাটো ৩
