

বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
প্রথম পাতা » আজমিরীগঞ্জ » হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ২০জন আহত।। উভয়পক্ষের বাড়িঘর ভাংচুর।।
হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ২০জন আহত।। উভয়পক্ষের বাড়িঘর ভাংচুর।।
আকিকুর রহমান রুমন::
হবিগঞ্জের, আজমিরীগঞ্জের বিরাট গ্রামে পুর্ব বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ২০ জনের মতো আহত হয়েছেন।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতা নিয়ে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে নিয়ে আসেন।
তবে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন বলে জানাযায়।
তাৎক্ষণিক সময়ের মধ্যে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
৮ মে (বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২ টার দিকে উপজেলা সদর ইউনিয়নের বিরাট উজান পাড়ার রাজাহাটি গ্রামের জজ মিয়া ও বাঁশহাটিয়া গ্রামের মুজিবর রহমান ওরফে(মজু)মেম্বার এর লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,বিগত মাস খানেক পুর্বে মজু মেম্বারের ভাতিজাকে প্রতিপক্ষ জজ মিয়ার লোকজন মহিষ চুরির অভিযোগে আটক করে রাখেন।
পরে থাকে থানা পুলিশের হাতে সোপর্দ করে দেন তারা।
এই বিষয়টি পরে স্থানীয়দের মধ্যস্থতায় সালিশের মাধ্যমে নিষ্পত্তিও করা হয়৷
কিন্তু তাদের মনের ভেতরে আক্রোশ থেকেই যায়।
এই আক্রোশের জেরে গত(মঙ্গলবার)মজু মেম্বারের লোকজন প্রতিপক্ষ জজ মিয়ার পক্ষের একজনকে পেয়ে মারধোর করেন।
পরদিন(বুধবার) জজ মিয়ার লোকজন প্রতিপক্ষের মজু মেম্বারের একজনকে ধান শুকানোর মাঠে মারধোর করেন৷
এই দুটি ঘটনায়(বুধবার) রাত থেকে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিলো বলেও জানাযায়।
এরই জের ধরে ৮মে(বৃহস্পতিবার) দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
আধ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
এছাড়াও উভয়পক্ষের লোকজন ঐ হামলা চালিয়ে উভয়ের বাড়ি-ঘর ভাঙ্গচুর করেন।
এব্যাপারে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো:শফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করে বলেন,সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে আমি নিজেসহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি।
বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এছাড়াও পুন:রায় যেন উভয়পক্ষ সংঘর্ষে না জড়াতে পারেন সেই লক্ষ্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিষয়: #আজমিরীগঞ্জ #আহত #জন #জের #দু'পক্ষে #ধরে #পূর্ব #বিরোধ #সংঘর্ষ #হবিগঞ্জ
