

শুক্রবার ● ২ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » দিনের তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি পর্যন্ত
দিনের তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি পর্যন্ত
বজ্রকণ্ঠ ডেস্ক::
সারাদেশে দিনের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি দেশে দুই বিভাগে হালকা বৃষ্টির আভাস রয়েছে।
শুক্রবার (২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এসময় সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে আগামীকাল শনিবার দেশের সব বিভাগেই বৃষ্টির আভাস রয়েছে। শনিবার, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসময় সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, আগামী রোববার থেকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে পারে। এসময় গরম বাড়বে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস রাজারহাটে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
বিষয়: #তাপমাত্রা #দিনের #পর্যন্ত #পারে #বাড়তে #২ ডিগ্রি
