বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » খুলনা » মোংলায় ২০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড পশ্চিম জোন
মোংলায় ২০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড পশ্চিম জোন
মনির হোসেন, মোংলা
![]()
সুন্দরবন সংলগ্ন মোংলার জয়মনিরঘোলে দুই শতাধিক অসহায়, দরিদ্র ও দুঃস্থ শিশুকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং ঔষধ বিতরণ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এছাড়াও এ বাহিনীর পক্ষ থেকে স্থানীয় জেলেদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
১৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল- হক।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনে সেবার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্টগার্ড।
এরই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের মেডিকেল টিম বাগেরহাট জেলার মোংলা থানাধীন জয়মনিঘোল ও তৎসংলগ্ন এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে দুই শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। উক্ত কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মাকসুদা জাহান, এএমসি।
তিনি আরও বলেন, এছাড়াও, অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে স্থানীয় মৎস্যজীবিদের নিয়ে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। জনসচেতনতামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধিগণ এবং সাধারন জনগণ উপস্থিত ছিলেন। এছাড়াও কোস্টগার্ড আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন মার্কিন দূতাবাসের দুইজন মেডিকেল অফিসার।
বিষয়: #কোস্টগার্ড #চিকিৎসা #জোন #দিলো #পশ্চিম #বিনামূল্যে #মোংলায় #সহায়তা #২০০ জনকে




কোস্টগার্ডের অভিযানে বিরল প্রজাতির ৬২ কচ্ছপ উদ্ধার
মোংলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল ও পলিথিন জব্দ
মোংলা পোর্ট পৌরসভা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত
বিএনপি ক্ষমতায় গেলে মোংলা বন্দরকে আরো সমৃদ্ধ করা হবে
মোংলায় দক্ষিণাঞ্চল সেবা সংঘের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
রাস মেলা থেকে নিখোঁজ পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
দৌলতপুর আল্লারদর্গায় সততা ক্লিনিকে অভিযান চালিয়ে এক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা
