শনিবার ● ১২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রাঘাতে ১ জেলে নিহত।।দাফন সম্পন্ন।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রাঘাতে ১ জেলে নিহত।।দাফন সম্পন্ন।।
আকিকুর রহমান রুমন:-

হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রাঘাতে ১ জেলে নিহত হয়েছে। নিহত জেলের নাম সেলিম (৩৫)। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৬ টায় শুটকি নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় বজ্রাঘাতের ঘটনাটি ঘটে।নিহত সেলিম বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের (নন্দীপাড়া) বাদাউড়ি গ্রামের জালাল মিয়ার পুত্র।
নিহতের সংগীয় জেলেরা জানান,শুটকি নদীতে বড়জাল (বেল জাল) দিয়ে প্রতি বছরের ন্যায় মাছ ধরতেন সেলিম মিয়া।
চলতি বছর ও বর্ষালালীন লিজ নিয়ে মাছ ধরার জন্য জাল ফেলছিলেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সংগীয় শ্রমিকদের রেখে বাড়িতে চলে গেলেও ভোরে জালের নিকট ফিরে আসেন।
বাড়ি থেকে আসার কিছুক্ষণ পরই বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন।
এদিকে নিহত সেলিম সম্পর্কে নন্দী পাড়া বাদাউড়ি গ্রামের ব্যাবসায়ী আশকর মিয়া জানান, পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যাক্তি ছিলো নিহত ব্যাক্তি সেলিম মিয়া। ৮ বছর ও ৬ বছরের দু’জন কন্যা সন্তান এবং আড়াই বছরের একটি পুত্র সন্তানসহ ৩ জন সন্তান রয়েছে। এছাড়াও নিহত সেলিমের স্ত্রী সুমি বেগম বর্তমানেও সন্তানসম্ভবা। এই বজ্রাঘাত শুধু সেলিমের উপরই পরে নাই। পড়েছে পুরো পরিবারের উপরই।
বর্তমানে স্বামী হারিয়ে পরিবারটি অসহায় হয়ে গেলো এবং তার বাচ্চা গুলো এতিম হয়ে পড়লো।
তিনি পরিবারটির পাশে বিত্তবানদের এগিয়ে আসা উচিত বলেও মনে করেন।
নিহত সেলিমের জানাজার নামাজ জুম্মার নামাজের পর দারুল কোরান মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলেও তিনি জানান।
এব্যাপারে বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে,
বজ্রাঘাতে সেলিম নিহতের সত্যতা স্বীকার করে জানান,আমরা বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ অবগত করে রেখেছি।
আমাদের বরাদ্দ আসলে সেলিমের পরিবারকে কিছু আর্থিক সহযোগীতা করা হবে।
পূর্বে আমরা এসব মৃত্যুতে পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগীতা করে এসেছি।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি’র) সরকারি মুঠোফোন নাম্বারে যোগাযোগ করা হলে,কোন সাড়া না পাওয়ায় কথা বলা সম্ভব হয় নাই।
বিষয়: #বজ্রাঘাত #বানিয়াচং #হবিগঞ্জ




সুনামগঞ্জে মৎস্য প্রক্রিয়াকরণ শ্রমিক-র্কমচারীদেরকে সরকার ঘোষিত মজুরি প্রদানের দাবিতে স্মারকলিপি
মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে হাত বোমা নিক্ষেপ, যুবক নিহত
রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে দাদি,নাতনি নিহত। ৬ বসতবাড়ি ভস্মীভূত
সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন করলো পদক্ষেপ
নবীগঞ্জের দুই মাদক ব্যবসায়ী শেরপুর পুলিশের হাতে এক কেজি গাঁজা সহ আটক
হবিগঞ্জের নবীগঞ্জ অবৈধ ভাবে মাটি কাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা
রাঙ্গুনিয়ায় ইটভাটার ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
ছাতকে নাশকতার অভিযোগে আ.লীগ–যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার
সীতাকুন্ডে কোস্টগার্ডের অপারেশন ডেভিল হান্ট অভিযানে আ.লীগ নেতা আটক
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর অন্যায্য সাজা প্রত্যাহারের দাবিতে লন্ডনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
