জুয়েল চৌধুরী ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের জগদীশপুরে বেপরোয়া পিকআপের ধাক্কায় হুমায়ুন মিয়া (৩২) নামের এক প্রকৌশলী নিহত হয়েছে। এ ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে মোটরসাইলেটি। নিহত হুমায়ুন মিয়া উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের তাউস মিয়ার ছেলে। তবে স্থানীয়দের অভিযোগ ঘটনার পরপরই পিকআপসহ চালক ও হেলপারকে আটক করে হাইওয়ে পুলিশের কাছে দিলে রহস্যজনক কারণে তাদের ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
গতকাল রোববার (২৬ জুন) দুপুর ২টার দিকে মহাসড়কের জগদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চায়না কোম্পানীর কাজ শেষে মোটর সাইকেলযোগে হুমায়ুন মিয়া বাড়ি ফিরছিলো। কোম্পানীর সামনেই বেপরোয়া গতিতে একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের জিম্মায় লাশ দেয়া হয়। তবে তার স্বজনরা জানিয়েছে, ইঞ্জিনিয়ারিশীপ নিয়ে কিছুদিনের মধ্যে বিদেশে যাবার কথা ছিলো। কিন্তু তার আশা আর পূরণ হলো না।
হাইওয়ে থানার ওসি মো. ছালেহ আহমদ জানান, খবর শুনার সাথে সাথেই পুলিশ গিয়ে পিকআপ আটক করে থানায় নিয়ে আসে। তবে চালক ও হেলপার পলাতক।
পাঠকের মন্তব্য