এম এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি ::
বন্যার পানিতে ভেসে এসেছে এক যুবকের লাশ। তার পরিচয় নিয়ে প্রশাসনের লোকজন ধুম্রঝালে রয়েছে। উদ্ধারকৃত ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট পিবিআই পুলিশ পরীক্ষা করে কোন পরিচয় উদ্ধার করতে পারেনি। নবীগঞ্জের পূর্ব সীমান্তে কুশিয়ারা নদী থেকে বরাক নদী দিয়ে এসে নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের সিট ফরিদপুর গ্রামের কাছে বরাক ব্রীক ফিল্ডের কাছে লাশ একটি বাঁশের সাকোর মধ্যে আটকের পর জনতা পুলিশে অজ্ঞাত ব্যক্তির (২৫) লাশ উদ্ধার করেছে ।ঘটনাটি গতকাল শনিবার দুপুরে ঘটেছে।খবর পেয়ে পিবিআই পুলিশ ঘটনাস্থলে এসে লাশের ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (২৫ জুন) দুপুরে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সিট ফরিদপুর গ্রামের বরাক ব্রীক ফিল্ডের কাছে বরাক নদী থেকে একদল পুলিশ লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশের পরিচয় জানা যায়নি।
জানা যায়, দুপুরে উপজেলার বরাক ব্রীক ফিল্ডের কাছে জেলেরা মাছ ধরার সময় নদী দিয়ে ভেসে এক যুবকের লাশ বাঁশের সাকোতে লাগানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার তদন্ত কেন্দ্র এর ইনচার্জ শামসুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার(সার্কেল) আবুল খায়ের,নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদ ও পিবিআই পুলিশের একদল পুলিশ ঘটনাস্থলে আসেন।
গোপলার বাজার তদন্ত কেন্দ্র এর ইনচার্জ শামসুদ্দিন জানিয়েছেন, ঐ ব্যক্তির গায়ে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি।ধারনা করা হচ্ছে হয়তো বন্যা পানিতে ডুবে তার মৃত্যূ হয়েছে। তবে তার পরিচয় জানার জন্য পিবিআই পুলিশ ফিঙ্গার প্রিন্ট নিয়েছে।
এব্যাপারে হবিগঞ্জ পিবিআই পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুল আহাদ বলেন,আমরা লাশের প্রিঙ্গার প্রিন্ট নিয়ে র পরীক্ষা নিরিক্ষা করেছি। কিন্তু ফিঙ্গার প্রিন্ট মিলছে না। সম্ভবত ঐ লোকের কোন এনআইডি কার্ড নেই। তাই ফিঙ্গার প্রিন্ট মেচ করছে না। এখন পুলিশ ব্যবস্থা গ্রহন করবে
পাঠকের মন্তব্য