মাসুুদ রেজা ফিরোজী, মাদারীপুর, ঢাকা
আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কতৃক পদ্মা সেতুর শুভ উদ্বোধন এর জনসভা সফল করার লক্ষ্যে মাদারীপুরে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুন) দুপুরে জেলা শাখা আওয়ামী লীগের আয়োজনে এ বিশেষ বর্ধিত সভা জেলা শিল্পকলা একাডেমীর অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এসময়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর কবীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সিরাজুল ইসলাম ফরাজী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বদরুল নাহিদ খান মন্টু, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
বিশেষ বর্ধিত সভার সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে।
পাঠকের মন্তব্য