মোঃ ফরহাদ হোসেন
বাবার সাথে গিয়ে-ছিলাম
কোরবানির হাটে।
গরুর চেয়ে মানুষ বেশি
দেখলাম ওই মাঠে।
কার কপালে কী আছে
পরে কিবা ঘটে।
ওদের ভাগ্যে যেনো আবার
করোনা না জোটে।
মানুষ গুলো মহামারীতে আজ
সচেতন নয় মোটে।
গরু কেনা হলোনা আমার
উঠলো সবি লটে।
করোনায় কিছু হবে না
কত কথা রটে।
সামাজিক দুরত্ব বজায় রেখে
ফিরে এলাম বটে।
পাঠকের মন্তব্য