নিজস্ব প্রতিবেক :::
ঢাকার গুলশানের নিকেতন আবাসিক এলাকায় ঘরে অগ্নিদগ্ধ হয়ে মাশরুর (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে ফ্ল্যাটের দরজা ভেঙে তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায় ফায়ার সার্ভিস। তবে তাকে বাঁচানো যায়নি।
বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান বলেন, ফ্ল্যাটটির ভাড়াটিয়া মাশরুরের বড় বোন। বাসার সবাই গ্রামের বাড়িতে যাওয়ায় মাসরুর একাই ছিল। ছয়তলা ওই বাড়ির ষষ্ঠ তলা থেকে ধোঁয়া এবং পোড়ার গন্ধ পেয়ে বাড়িওয়ালা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।
দরজা ভেঙে ঢুকে মাসরুরকে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায় জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, যে ঘরটি থেকে মাসরুরকে উদ্ধার করা হয়, শুধু সেই ঘরের এসিসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গিয়েছিল।
মাসরুরের বিষয়ে বিস্তারিত জানতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।
পাঠকের মন্তব্য