বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক :::
ঘুষ নেওয়ার অভিযোগে দিনাজপুরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানকে আটক করেছে দুদক।
আজ বুধবার (২৫ মে) বিকেলে তাঁকে আটক করা হয়েছে।
দূর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুরে ‘ঘুষের’ ৮০ হাজার টাকাসহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানকে আটক করেছে।
দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবীর পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, চিরিরবন্দর উপজেলার আম্বারি এলাকার অটো রাইস মিল ঈষাণ অ্যাগ্রো অ্যান্ড ফুড লিমিটেডের লাইসেন্স নবায়নের জন্য ৮০ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। প্রতিষ্ঠানটির কর্মকর্তা রাশেদুজ্জামান রাসেল আজ ওই টাকা নিয়ে মোস্তাফিজুর রহমানের কার্যালয়ে এসেছিলেন।
ওই ঘুষের টাকাসহ বিকেল সাড়ে ৪টার দিকে মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দূদকের মামলার প্রক্রিয়া চলছে।
পাঠকের মন্তব্য