রিপন শান, বজ্রকণ্ঠ :::
অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল গত তিন দিন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থান করেছেন। এই প্রতিনিধি দলে ছিলেন আয়েবাপিসির প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান খান সোহেল, সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক কবির আহমেদ এবং সন্মানিত সদস্য জহিরুল ইসলাম।
গত শনিবার ২১ মে ভিয়েনার স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে ভিয়েনা সফররত আয়েবাপিসির নেতৃবৃন্দের সাথে ঈদ পুণর্মিলনী ও মত বিনিময় সভা করে অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব। অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষে সভাপতি মাহবুবুর রহমান অতিথিদের ভিয়েনায় স্বাগত জানান।
তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আয়েবাপিসির নেতৃবৃন্দের ভিয়েনা সফর অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের জন্য একটি স্মরণীয় দিন এই রকম সফরের মাধ্যমে ইউরোপে বসবাসকারী আমাদের বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিক পরিবারের মধ্যে এক নতুন সেতু বন্ধন তৈরী হবে বলে জানান তিনি।
অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সহ সভাপতি আনিসুর রহমান আয়েবাপিসির নেতৃবৃন্দকে ভিয়েনায় স্বাগত জানিয়ে বলেন, এই সফরের ফলে অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সাথে ইউরোপের সাংবাদিক পরিবার খ্যাত অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের (আয়েবাপিসি) বন্ধুত্ব ভবিষ্যতে আরও জোরদার হবে।
অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ কবির আহমেদ, সন্মানিত সদস্য সালাউদ্দিন মীর তরুণ এবং মোহাম্মদ সুলতান প্রমুখ। তারা সকলেই আয়েবাপিসির নেতৃবৃন্দকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় স্বাগতম জানিয়ে বক্তব্য রাখেন।
আয়েবাপিসির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি জিয়াউর রহমান খান সোহেল, সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন এবং সন্মানিত সদস্য জহিরুল ইসলাম। তারা সকলেই তাদেরকে সংবর্ধনা দেয়ায় অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশী বংশোদ্ভূত অস্ট্রিয়ার বর্তমান ক্ষমতাসীন দল পিপলস পার্টি অস্ট্রিয়ার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের নির্বাচিত কাউন্সিলর সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান নয়ন। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,ইউরোপে বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব ও ইউরোপের সাংবাদিকদের পরিবার খ্যাত সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সহায়তা করে কমিউনিটির বিভিন্ন কল্যাণ সাধন করতে পারে।
তিনি অস্ট্রিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশী কমিউনিটির নতুন প্রজন্মকে যে যেদেশে আছে সে দেশের মূল ধারার রাজনীতিতে যোগদানের আহ্বান জানান। তিনি আরও জানান, ইতিমধ্যেই ইউরোপের বিভিন্ন দেশে এবং যুক্তরাষ্ট্র ও কানাডায় বাংলাদেশী বংশোদ্ভূতরা মূল রাজনীতিতে প্রবেশ করে বেশ সাফল্য লাভ করছে। তিনি আয়েবাপিসির নেতৃবৃন্দকে তার নির্বাচনী এলাকা ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে সংবর্ধনা ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করায় ধন্যবাদ জানান।
অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও আগত আয়েবাপিসির নেতৃবৃন্দের বক্তব্যের পর অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজিত এক নৈশ ভোজে
অংশগ্রহণ করেন স্থানীয় নেতৃবৃন্দ এবং অতিথি নেতৃবৃন্দ। শেষ খবর পাওয়া পর্যন্ত, আয়েবাপিসি প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ সফর শেষে ভিয়েনা থেকে পর্তুগালের রাজধানী লিসবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ।
পাঠকের মন্তব্য