ফটিকছড়ি সংবাদদাতা::
চট্টগ্রামের ফটিকছড়িতে সানজিদা নাছরিন লিমা (২৭) নামের এক গৃহবধূর ঝু’লন্ত লা’শ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
সোমবার (২৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম সুন্দরপুর শশুর বাড়ি থেকে সানজিদার ম’রদে’হ উদ্ধার করা হয়।
নিহত সানজিদা নাছরিন লিমা ওই এলাকার হোসেন সারাং বাড়ির প্রবাসী মুহাম্মদ হাবীবের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ।
তিনি বলেন, ‘সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পোঁছে শয়ন কক্ষ থেকে সানজিদা নাছরিন লিমা নামে এক গৃহবধূর ঝু’লন্ত লা’শ উদ্ধার করে। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে বলতে পারব এটি হ’ত্যা নাকি আত্ম’হত্যা।
নিহ’ত লিমার পিতা শফিউল আলম বাবুলের দাবি, এটি আত্মহ’ত্যা নয় বরং পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকজন তার মেয়েকে হ’ত্যা করেছে।
নিহ’ত লিমার পরিবারের সকল সদস্যের দাবী, এটা কোনোভাবেই আত্মহ’ত্যা নয়। তাদের মেয়েকে পরিকল্পিতভাবে হ’ত্যা করা হয়েছে।এটা আ’ত্মহ’ত্যা সেটা পরিবারের কেহই মেনে নিতে পারছেনা।
লিমার স্বামী মুহাম্মদ হাবীব বলেন গতকাল লিমাকে সাথে নিয়ে ফটিকছড়ি এবং চট্টগ্রামের অনেকগুলো জায়গায় ভ্রমন করেছি। রাতে তার শরীরে ব্যথা অনুভব হলে স্থানীয় পল্লী চিকিৎসকের সাথে পরামর্শ করে অষুধ নিয়ে আসি। লিমা অষুধ খেয়ে মেয়েকে সাথে নিয়ে অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তাকে ডাকতে গেলে এমন অবস্থায় দেখে আশপাশে সবাইকে আমি নিজে খবর দেয়।
লিমার পিতা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার মূল রহস্য বের করা হোক।
পাঠকের মন্তব্য