বজ্রকণ্ঠ চুনারুঘাট প্রতিনিধি:::
চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা আমু চা-বাগান ডান্ডা গেইট নামক স্থানে অভিযান চালিয়ে ২৯০কেজি ভারতীয় চোরাই চা-পাতা সহ সিপন রায় (২০) নামের একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৫) মে ভোর ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালান চুনারুঘাট থানার এসআই মুশফিকুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ।
এ সময় টমটম যোগে ভারতীয় চোরাই চা-পাতা পরিবহন কালে সিপনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এসআই মুশফিকুর রহমান বলেন, ওসি মোঃ আলী আশরাফ এর সার্বিক দিক নির্দেশনায় ওই স্থানে অভিযান চালায় পুলিশ । এ সময় পুলিশের আঁচ পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে সিপনকে আটক করতে সক্ষম হন তারা। আরও দু-জন চা-বাগানের ভিতর দিয়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত সিপন উপজেলার ভেলাবিল বাগানের মিলন রায়ের পুত্র।
সিপনের বিরুদ্ধে চোরাচালানী মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান, ওসি মোঃ আলী আশরাফ।
পাঠকের মন্তব্য