স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ শহরে তুচ্ছ ঘটনা নিয়ে হাসপাতালের কর্মচারী ফরিদ মিয়া (৪০) কে পিটিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনা নিয়ে হাসপাতালের কর্মচারীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা বিভিন্ন প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন। গুরুতর আহত অবস্থায় ফরিদ মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে পইল গ্রামের আব্দুল মতিনের পুত্র।
জানা যায়, দীর্ঘদিন ধরে ফরিদকে বিভিন্নভাবে হয়রানি ও প্রাণে হত্যার জন্য হুমকি দিয়ে আসছিল তার কিছু আত্মীয় স্বজন। এ ঘটনায় তিনি জানমালের নিরাপত্তা চেয়ে সদর থানায় ডায়েরী করেন। এরপরও দুর্বৃত্তরা থেমে থাকেনি। গতকাল রবিবার সকাল ১১টার দিকে প্রেসক্লাব সড়কে তাকে একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
আহত ফরিদ জানান, তার ভাতিজা গোলাপ মিয়া চাকরি দেয়ার জন্য ৩ থেকে ৪ লাখ টাকা নেয় তার কাছ থেকে। কিন্তু ইদানিং সে বিদেশ যেতে আরও টাকা চায়। কিন্তু টাকা না দেয়ায় সে সহ আরও কয়েকজন পিটিয়ে আহত করে।
পাঠকের মন্তব্য