অনলাইন নিউজ ডেস্ক ::
রোজার ঈদের সিনেমা মুক্তি নিয়ে বেশ তোড়জোড় দেখা যাচ্ছে ঢালিউডে। শাকিব, সিয়াম, বুবলী, পূজারা মুক্তির অপেক্ষায় থাকা তাদের ঈদের সিনেমার প্রচারণায় সরব রয়েছেন। এই আমেজের মধ্যেই ঢালিউডের আরেক জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া নতুন খবর দিলেন। রোজার ঈদে এই তারকা পর্দায় না থাকলেও কোরবানির ঈদেই তিনি তার নতুন ছবি ‘রকস্টার’ নিয়ে হাজির হচ্ছেন। এতে ফারিয়ার বিপরীতে দেখা যাবে কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক যশকে। চলতি সপ্তাহেই প্রকাশ্যে আসবে এই সিনেমার ফার্স্টলুক-পোস্টার। সিনেমাটি মুক্তির জন্য অধীর অপেক্ষায় আছেন বলেও জানান নায়িকা। ফারিয়া বলেন, সত্যি কথা বলতে ‘রকস্টার’ নিয়ে আমি খুবই এক্সাইটেড।
চলতি সপ্তাহেই আমার ফার্স্টলুক-পোস্টার প্রকাশ করা হবে। আর সিনেমাটি মুক্তি দেয়া হবে আগামী কোরবানির ঈদে। এই নায়িকার ভাষ্যে, সিনেমাটি আমার কাছে একেবারেই বিশেষ। কারণ এই সিনেমার মাধ্যমে প্রথমবার যশ দাশগুপ্তের মতো নায়কের সঙ্গে কাজ করেছি। তার সঙ্গে স্ক্রিনে আমার কেমিস্ট্রিও দারুণ জমেছে। পরিচালকসহ সেটের সবাই জুটি হিসেবে আমাদের কাজের প্রশংসা করেছেন। প্রত্যাশার কথা জানিয়েছেন। আমরা নিজেরাও সর্বোচ্চ ভালোবাসা দিয়ে কাজটি করেছি। আমি নিজেও সিনেমাটি হলে দেখার জন্য মুখিয়ে আছি। ফারিয়া আরও যোগ করেন, সবচেয়ে বড় কথা এই সিনেমার পরিচালক অংশুমান প্রত্যুষের সঙ্গে আমার বোঝাপড়াটা চমৎকার। তিনি এর আগে আমার ‘বস-২’, ‘বাদশা’, ‘ধ্যাততেরিকি’ সিনেমাগুলোর সহকারী পরিচালক ছিলেন। ফলে টিম হিসেবে তার সঙ্গে কাজ করা আমার জন্য আরও সহজ হয়েছে। একে অন্যের চাওয়া সহজে বুঝতে পেরেছি। আশা করি পর্দায় দর্শক তার প্রতিফলন দেখতে পাবেন। ‘রকস্টার’ থ্রিলার ঘরানার সিনেমা হলেও সঙ্গে থাকছে লাভ স্টোরি।
পাঠকের মন্তব্য