মোঃ আমিনুল হক আঞ্চলিক প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ) ::
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার জোনাকী সমাজকল্যাণ সংস্থার বিরুদ্ধে গ্রাহকের ৪১ লাখ টাকা গায়েবের অভিযোগ উঠেছে। এ নিয়ে আত্মসাতের অভিযোগ এনে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন জুয়েল রানা নামে এক ব্যক্তি। পরে মামলাটি তদন্তের জন্য শিবগঞ্জ থানা পুলিশের নিকট দায়িত্ব দেয়া হয়। রোববার বিকেলে এ বিষয়ে জানতে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, খোঁজ নিয়ে বিস্তারিত বলা যাবে। তবে অর্থ আত্মসাতের বিষয়টি এড়িয়ে যান জোনাকী সমাজ কল্যাণ সংস্থর নির্বাহী পরিচালক সুমন পারভেজ। তিনি জানান, বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে।
পাঠকের মন্তব্য