নিজস্ব প্রতিবেদক॥ হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও নারীদের ওপর হামলার পুলিশের হাতে আটক মূল নায়ক সেফুল লন্ডনী (৫০) এর রিমা- শুনানী আজ সোমবার অনুষ্ঠিত হবে। গত শুক্রবার রাতে সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ আষেড়া ফান্দ্রাইল গ্রাম থেকে সাইফুল ইসলাম সেফুল লন্ডনীকে আটক করে। ৯ জানুয়ারি পাঁচপীরের মাজারে সেফুল লন্ডনীর লোকজন ও তাউছ মিয়ার লোকজনের মাঝে কথাকাটাকাটি হয়। এ সময় আফজল চৌধুরী নিহত হয়। আতংকে তাউছ মিয়ার লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বাড়িতে শুধু মহিলা ও শিশুরা অবস্থান করে। এ সুযোগে ১২ জানুয়ারি সেফুল লন্ডনীর নেতৃত্বে ৩০/৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাউছ মিয়ার লোকজনের বাড়ি ঘরে হামলা, ভাংচুর লুটপাট চালায় এবং নারী ও শিশুদের মারপিট করে। তাদের হামলার কারণে প্রায় ৫০টি বাড়ি ঘর ভাংচুর হয়। বর্তমানেও সেফুল লন্ডনীর লোকজনের ভয়ে ওই বাড়িগুলোতে পুলিশ পাহারা দিচ্ছে।
এ ঘটনায় একই গ্রামের তাউছ মিয়ার স্ত্রী রাহেনা আক্তার বাদি হয়ে সেফুলকে প্রধান আসামি করে আরও ৩০/৪০ জনের নামে একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে সদর থানা পুলিশ সেফুলকে গত শনিবার বিকেলে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এ মামলার তদন্তকারী অফিসার নাজমুল ইসলাম কামাল সেফুল লন্ডনীর বিরুদ্ধে ৫ দিনের রিমা- আবেদন করলে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত আজ সোমবার সেফুল লন্ডনীর উপস্থিতিতে রিমান্ড শুনানীর তারিখ ধার্য্য করেন। পুলিশ জানায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আরও রহস্য উদঘাটন করা হবে।
পাঠকের মন্তব্য