জুয়েল চৌধুরী ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের নালুয়া চা বাগান থেকে শিবনাথ কেরোয়ার (৩৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল ১০টায় চুনারুঘাট থানার এসআই অজিত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। সে ওই গ্রামের মৃত দিলীপ কেরোয়ারের পুত্র। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার রাতে শিবনাথ খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। সকালে তার স্ত্রী চামেলি কেরোয়ার তাকে ঘরে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। এক পর্যায়ে তাদের একটি বাংলা ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর আগে সে একটি সাপ পোষতো। ওই সাপ তাকে কামড় দিলে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তবে ওসি আলী আশরাফ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।
পাঠকের মন্তব্য