নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার আষেড়া ফান্দ্রাইল গ্রামে তান্ডবলীলা ও লুটপাটের ঘটনার প্রধান আসামি সাইফুল ইসলাম ওরফে শেফুল লন্ডনী (৫০) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত গভীর রাতে সদর থানার ওসি মাসুক আলীর নেতৃত্বে এসআই আব্দুর রহিম সহ একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জানা যায়, সেফুল ও তাউছ মিয়ার মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ১০ জানুয়ারি পাঁচপীরের মাজারে আফজল চৌধুরী নিহত হয়। এরপর তাউছ মিয়ার লোকজন ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এ সুযোগকে শেফুল, জিলু মিয়া, লাউছ মিয়া, আব্দুল কাইয়ূম, আফরোজ মিয়া, মজলিস মিয়াসহ ৩/৪শ লোক ১২ জানুয়ারি দেশীয় অস্ত্র নিয়ে তাউছ মিয়া ও তার লোকজনের বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাট করে। মহিলা ও শিশুদের মারধোর করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় তাউছ মিয়ার স্ত্রী রাহেলা খাতুন বাদি হয়ে সদর থানায় উল্লেখিতদের বিরুদ্ধে মামলা করে। মামলার প্রেক্ষিতে পুলিশ শেপুলকে গ্রেফতার করে। গতকাল শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
সদর উপজেলার আষেড়া ফান্দ্রাইল গ্রামে তান্ডবলীলা ও লুটপাটের ঘটনার প্রধান আসামিকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
পাঠকের মন্তব্য