জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে একটি টোল ও একটি উড়না উদ্ধার করা হয়েছে।
আত্মহত্যাকারী রেশমি আক্তার (২৬) ওই গ্রামের মোতালেব মিয়ার স্ত্রী। তার দুই ছেলে সন্তান রয়েছে। এর মাঝে এক সন্তান প্রতিবন্ধী। গতকাল শনিবার সকাল ১০টার দিকে রেশমির মৃতদেহ স্বামীর ঘরে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। এসআই মুজিবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
জানা যায়, ৮ বছর আগে উমেদনগর গ্রামের কাজল মিয়ার কন্যা রেশমিকে মোতালিব বিয়ে করে। বিয়ের পর তাদের কোলজুড়ে দুইটি সন্তান জন্ম নেয়। বড় ছেলে প্রতিবন্ধী হওয়ায় কিছুদিন ধরে চিকিৎসা করাতে অনেক টাকা খরচ হয়। তাছাড়া ওই শিশুর প্রতিবন্ধী কার্ড করতে বিভিন্ন দপ্তরে তাদের ধর্না দিতে হয়। এ নিয়ে গত দুই তিন ধরে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। হয়তবা এ কারণে রেশমি আত্মহত্যা করতে পারে। তবে রেশমির পিতার অভিযোগ, তার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হচ্ছে।
এ বিষয়ে সদর থানার (ওসি) মাসুক আলী জানান, প্রাথমিকভাবে ধারণা আত্মহত্যা, তবে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। বিস্তারিত রিপোর্ট আসার পরে বলা যাবে।
হবিগঞ্জে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
পাঠকের মন্তব্য