চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের খুলশীতে গলায় ফাঁস দিয়ে মো. বাবু (২২) নামের এক পোশাককর্মী আত্মহত্যা করেছে। পারিবারিক কলহে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় লালখান বাজারের মতিঝর্না এলাকায় এ ঘটনা ঘটে। মো.বাবু খুলশীর লালখান বাজারের মতিঝর্না এলাকার মো. খলিলের ছেলে।
বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।
ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, লালখান বাজারের ১৪ নং ওয়ার্ডের মতিঝর্না এলাকায় নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস দেয় বাবু। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক কলহের কারণে এমনটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পাঠকের মন্তব্য