শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হবিগঞ্জের মাধবপুর পৌর ও উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৩ জানুয়ারি রাত ১১ঃ৩০ মিনিটে জেলা যুবদলের এক প্রেস রিলজে উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা যুবদল সুত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শাখা মাধবপুর উপজেলার আহ্বায়ক এনায়েত উল্লাহ এনায়েত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান খান চৌধুরী (কবির), যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মুর্শেদ কে করে ৪২ সদস্যের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ও পৌর শাখার আহ্বায়ক মোঃ জনি পাঠান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, যুগ্ম আহ্বায়ক পাঠান মোঃ আফজাল কে করে ৩১ সদস্যদের পৌর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ দিন পর কমিটি গঠন হওয়ায় এতে মাধবপুর উপজেলা ও পৌরসভার যুবদল নেতাকর্মীদের মাঝে খুশি সুবাতাস বইতে দেখা গেছে।
পাঠকের মন্তব্য