জামালগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ভীমখালী ইউনিয়নের লালবাজারে সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান তালুকদার। নবনির্বাচিত ইউপি সদস্য জুয়েল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন ও মাওলানা রশিদ আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক নিজাম নুর। এছাড়া আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির উপজেলা শাখার সভাপতি এইচএম ফারুক আহমেদ, প্রেসক্লাব সহ সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাবেক ইউপি সদস্য মো. জৈন উল্লাহ।
বক্তাগণ বলেন, বিগত ৫ জানুয়ারি নির্বাচনী সহিংসতা ও পুলিশ আক্রান্ত মামলার পর থেকে এলাকা পুরুষশূন্য হয়ে পড়ে। যার কারণে প্রতিটি গ্রামের মানুষ আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখার জন্য আহবান জানানো হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অনাকাক্সিক্ষত এই ঘটনার জন্য দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করার জন্য এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন ও এলাকার জনগণ একযোগে কাজ করে যেতে হবে। আগামী সাত দিনের মধ্যে অপরাধীদের আদালতে সোপর্দ করে এলাকাবাসীর শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার আহবান জানান। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন নিরপরাধ ব্যক্তিকে হয়রানি বা নির্যাতন করা হবে না বলে আশ্বাস প্রদান করেন।
পাঠকের মন্তব্য