নিজস্ব প্রতিনিধি ॥ মাধবপুরে ট্রেনের নিচে কাটা পড়ে এনা বেগম (৪০) নামের এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। তিনি মাধবপুর উপজেলার মেহেরপুর গ্রামের মৃত তাহের মিয়ার মেয়ে। গতকাল শনিবার দুপুরে মাধবপুরের কাশিমনগরে ঢাকা-সিলেট রেলপথ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির পুলিশ।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. হারুনুর রশিদ বলেন, নিহতদের পরিচয় পাওয়ায় আবেদন সাপেক্ষে বিনা ময়না তদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মন্তব্য