শাহরিয়ার কবির খুলনা ::: খুলনা ঝিনাইদহের চাঞ্চল্যকর সেনা সদস্য মোঃ সাইফুল ইসলাম সাইফ হত্যা মামলায় ৮ জন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
১৫ ই ডিসেম্বর খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিাচারক মোঃ নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেছেন। ২০১৮ সালের ১৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল পাশের বদরগঞ্জ বাজার (দশমাইল) থেকে ছোট ভাই নৌবাহিনীর করপোরাল মনিরুল ইসলাম ও শ্বশুর শামসুল মোল্লাকে সঙ্গে নিয়ে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা (পশ্চিমপাড়া) নিজ বাড়ি ফেরার পথে খুন হয় সাইফুল ইসলাম। আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আহাদুজ্জামান জানান, মামলার তদন্তকারীসহ ২০জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার বংকিরা গ্রামের (১নং) আসামি আকিমুল ইসলাম, একই উপজেলার বোড়াই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ মিজানুর রহমান ওরফে মিজান, চুয়াডাঙ্গা জেলার ভুলতিয়া গ্রামের মৃত সবেদ আলী মোল্লার ছেলে ডালিম মোল্লা, সদর উপজেলার আসাননগর গ্রামের নবী মোল্লার ছেলে মো. আব্বাস আলী, একই গ্রামের মৃত রমজান ম-লের ছেলে মো. আবুল কাশেম, মৃত সাহেব আলীর ছেলে মো. ফারুক হোসেন, বংকিরা গ্রামের মো. ইয়াকুব্বর মন্ডলের ছেলে মো. মতিয়ার রহমান ওরফে ফন।
পাঠকের মন্তব্য