শ. ই. সরকার জবলু ::: “অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন” এ প্রতিপাদ্যকে নিয়ে প্রতিবারের ন্যায় এবারও আবগারী ও ভ্যাট বিভাগের আয়োজনে সারা দেশব্যাপী ১০ ডিসেম্বর ২০২১ জাতীয় ভ্যাট দিবস পালিত হয়েছে এবং ১০- ১৫ ডিসেম্বর জাতীয় ভ্যাট সপ্তাহ পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারেও জাতীয় ভ্যাট দিবস ও জাতীয় ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর মঙ্গলবার “অনলাইনে ভ্যাট প্রদান বিষয়ক” সেমিনার এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়। মৌলভীবাজার আবগারী ও ভ্যাট বিভাগের উপ-কমিশনার মোঃ সোলাইমান হোসেনের সভাপতিত্বে শহরের রেস্ট ইন হোটেলের কনফারেন্স হলে আয়োজিত এ সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী’র সহ-সভাপতি মোঃ আবু সুফিয়ান।
সম্মানিত করদাতা এবং স্টেকহোল্ডোরগণের নিকট উন্নয়নমুখী ও ব্যবসাবান্ধব রাজস্ব নীতিকৌশল পৌছে দেয়া ও সম্মানিত ব্যবসায়ীদের রাজস্ববান্ধব ব্যবসা পরিচালনাপূর্বক সম্মানিত ভোক্তাগণের প্রদত্ত কর জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক চালুকৃত অনলাইন পদ্ধতিতে সরকারী কোষাগারে জমা প্রদান বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত এ সেমিনার ও মতবিনিময় সভায় বক্তাগণ রাজস্ববান্ধব ও ব্যবসাবান্ধব নতুন ভ্যাট আইনের সুবিধাসমূহ নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে অনলাইনে ভ্যাট প্রদানের উপর গুরুত্বারোপ করেন এবং দেশের নাগরিক হিসেবে সকলকে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণের আহ্বান জানান। একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, বর্তমানে তারই সুযোগ্য কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশকে ২০২৪ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের স্তর হতে উত্তরণ ঘটিয়ে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে শামিল করার গৌরবজনক পথ পরিক্রমায় জাতীয় রাজস্ব বোর্ড সর্বদাই উন্নয়নমুখী এবং ব্যবসাবান্ধব রাজস্ব নীতিকৌশল অবলম্বন করে এসেছে এবং এ ধারা অব্যাহত রেখেছে।
উক্ত সেমিনার ও মতবিনিময় সভায় জেলার সম্মানিত করদাতাগণ, স্টেকহোল্ডারগণ, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, চিত্রগ্রাহক এবং মৌলভীবাজার আবগারী ও ভ্যাট বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে জাতীয় ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
পাঠকের মন্তব্য